পশ্চিমবঙ্গ

west bengal

পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদানের চেক প্রদান পুলিশ সুপারের

By

Published : Oct 10, 2020, 6:14 PM IST

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সন্দিপ মণ্ডল, DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার, IC কোতোয়ালি বিপুল সিনহা সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ি শহরের পুজো মণ্ডপে গিয়ে চেক বিলি করলেন ৷

চেক প্রদান পুলিশ সুপারের
চেক প্রদান পুলিশ সুপারের

জলপাইগুড়ি, 10 অক্টোবর : মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুর্গাপুজো উদ্যোক্তাদের কাছে পৌঁছে তাদের হাতে চেক তুলে দিতে হবে ৷ এদিন নবান্নের সেই নির্দেশ পালন করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপকুমার যাদব । এবার প্রত্যেক পুজো কমিটিকে 50 হাজার টাকার অনুদান দিচ্ছে রাজ্য সরকার ৷ তাই কর্তব্যে অবিচল থেকে জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব পুজো মণ্ডপে মণ্ডপে গিয়ে চেক তুলে দিলেন ।

পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সন্দিপ মণ্ডল, DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার, IC কোতোয়ালি বিপুল সিনহা সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ি শহরের পুজো মণ্ডপে গিয়ে চেক বিলি করলেন ৷ তাঁরা সমাজপাড়া সর্বজনীন দুর্গাপাড়া কমিটি, কদমতলা দুর্গাবাড়ি, তরুণ দল-সহ শহরতলীর পাতকাটা অগ্রণী সংঘ, পাতকাটা কালচারাল ক্লাবে পৌঁছে 50 হাজার টাকার চেক তুলে দিলেন । এছাড়া পুজোর নিরাপত্তা ও ক্লাবের পুজোর প্রস্তুতিও খতিয়ে দেখেন জেলার পুলিশ আধিকারিকরা ।

রাজ্য সরকারের অনুদানের চেক প্রদান পুলিশ সুপারের

এদিন সমাজপাড়া দুর্গাপূজা কমিটির সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, ‘‘রাজ্য সরকারের এই 50 হাজার টাকার ফলে আমাদের পুজো করতে সুবিধা হবে । আমরা এবার পুজোতে স্যানিটাইজার, মাস্ক সব কিছুই রাখব ।’’

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন,‘‘ আমরা আজ কয়েকটি বড় বড় পুজো কমিটিকে রাজ্য সরকারের 50 হাজার টাকার চেক তুলে দিলাম । এছাড়া বিভিন্ন পুজো প্যান্ডেলে গিয়ে দেখলাম নিরাপত্তা ব্যবস্থা কেমন । কোভিড মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে । শারীরিক দুরত্ব রেখে পুজো দেখতে হবে ও মাস্ক পরতে হবে সবাইকে । সবাই সুস্থ ভাবে ভালোভাবে পুজো কাটাক এটাই চাই ।’’ এদিনের চেক প্রদানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সহ প্রমুখরা ।

ABOUT THE AUTHOR

...view details