পশ্চিমবঙ্গ

west bengal

Sukanta Majumder: নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদলকে কটাক্ষ সুকান্তর

By

Published : Oct 2, 2022, 10:57 AM IST

Updated : Oct 2, 2022, 11:24 AM IST

পুজোর মধ্যেও নিয়োগের দাবিতে অনড় টেট পাশ করা চাকরিপ্রার্থীরা (Sukanta Majumdar Slams to tmc leader) ৷ তাদের পক্ষে সরব হলেন বিজেপি রাজ্য সভাপিত সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumder
নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদলকে কটাক্ষ সুকান্তর

জলপাইগুড়ি, 2 অক্টোবর:‘‘সবাই এখন পুজোয় আনন্দ করছে । আর প্রাথমিক চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন (Sukanta Majumdar Slams to tmc leader)। এটা আমাদের রাজ্যের লজ্জা। মায়ের কাছে প্রার্থনা করব, আমরা যেন এই লজ্জার বিষয়কে দ্রুত এই রাজ্য থেকে সরিয়ে ফেলতে পারি।’’ শনিবার জলপাইগুড়ির দিশারি ক্লাবের পুজো উদ্বোধনে এসে এমনি বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সম্প্রতি পিসি সরকার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, কিন্তু তারা আশেপাশের লোকজন তাঁকে এই রাজ্যে শো করতে দেন না । এই প্রসঙ্গে সুকান্ত জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো সেটা পিসি সরকারের ব্যক্তিগত মতামত। পিসি সরকারকে কে রাজ্যে শো করতে দিচ্ছে না তা খতিয়ে দেখা উচিত ৷

নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদলকে কটাক্ষ সুকান্তর

শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য । ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে । প্রথমে তাঁকে ইডি গ্রেফতার করে । পরে আদালতের অনুমতি নিয়ে সিবিআই তাঁকে হেফাজতে নেয় । শুধু তাই নয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে আরও কয়েকজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে । আরও কয়েকজনকে বেশ কয়েরকবার জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা । স্বভাবতই এই প্রশ্নে রাজ্য প্রশাসনের সমালোচনায় সরব বিরোধিরা ।

এর আগে তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা নিয়ে ক্ষোভ উগড়ে দেন সুকান্ত । তিনি মনে করেন দুর্নীতি সংক্রান্ত তথ্য়-প্রমাণ লোপাট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন । এবার আবারও নিয়োগ-দুর্নীতির প্রশ্নে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত ।

আরও পড়ুন: 'অভিষেক ও মমতা মধ্য গগনের সূর্য, বিজেপি নেতারা ঝলসে যাবেন', সুকান্তকে পালটা শান্তনুর

Last Updated : Oct 2, 2022, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details