পশ্চিমবঙ্গ

west bengal

Moving Bus Catches Fire: চলন্ত বাসে হঠাৎই আগুন, কোনওরকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 11:02 PM IST

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার উল্লাডাবরিতে আচমকাই আগুণ জ্বলে ওঠে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বানারহাট জলপাইগুড়ির রুটের একটি বাসে। বাসটি নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। সংস্থার জলপাইগুড়ি কার্যালয় সুত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চলন্ত বাসটিতে আগুন লেগেছিল তবে পরিবহণ কর্মী এবং যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Etv Bharat
Etv Bharat

জলপাইগুড়ি, 13 নভেম্বর: চলন্ত বাসে হঠাৎই আগুনের ফুলকি ৷ আর মুহুর্তে সেই আগুনের ফুলকি লেলিহান শিখায় পরিণত হয়ে বাঁধল বিপত্তি ৷ কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচলেন বাসের চালক থেকে শুরু করে যাত্রীরা। দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগ নিয়েই বাসটি যাত্রা শুরু করেছিল ৷ তবে আগুনের মধ্যে যাত্রীরা কোনওরকমে নিজেরা পালাতে সক্ষম হলেও, অনেকেই নিজেদের ব্যাগ নামাতে পারেনি। আবার নামাতে গিয়ে আহত হয়েছে কয়েকজন।

সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার উল্লাডাবরিতে আচমকাই আগুন জ্বলে ওঠে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বানারহাট-জলপাইগুড়ির রুটের একটি বাসে। বাসটি নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। সংস্থার জলপাইগুড়ি কার্যালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চলন্ত বাসটিতে আগুন লেগেছিল, তবে পরিবহণ কর্মী এবং যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগ থেকেই এমন দুর্ঘটনা বলে মনে প্রাথমিকভাবে করা হচ্ছে।

জানা গিয়েছে, বাসটি বানারহাট থেকে জলপাইগুড়ি যাচ্ছিল। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, গাড়িতে মেকানিকাল সমস্যা বা শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। লোপা দত্ত নামে এক যাত্রী বলেন, "গাড়ি শুরু থেকেই কন্ডাকটর চালককে বলে যাচ্ছি গাড়ি ধীরে চালাতে। সেই সঙ্গে একবার গাড়ি থেকে চালক ও কন্ডাকটর নেমে গিয়ে দেখেও আসে ৷ এরপর ময়নাগুড়ির কাছে আসতেই গাড়িতে ধোঁয়া দেখা যায়। তখনই গাড়ি থেকে নেমে যেতে বলা হয় আমাদের। নামতে গিয়ে কয়েকজন আহতও হয়।"

আরও পড়ুন:

  1. কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, দমকলের 5 ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
  2. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details