পশ্চিমবঙ্গ

west bengal

World Environment Day: প্লাস্টিক কুড়িয়ে চলে দিনযাপন, পরিবেশ দিবসে এই প্রান্তিক মানুষরাই পেলেন সম্মান

By

Published : Jun 5, 2023, 10:39 PM IST

যাঁরা পরিবেশের আবর্জনা পরিষ্কার করে দিন যাপন করেন বিশ্ব পরিবেশ দিবসে তাঁদেরকেই সংবর্ধনা জানানো হয়েছে ৷ ময়নাগুড়ি প্রস্তুতি যুবমঞ্চের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়েছে ৷

World Environment Day
পরিবেশ দিবসে প্রান্তিক মানুষদের সম্মান

পরিবেশ দিবসে প্রান্তিক মানুষদের সম্মান

জলপাইগুড়ি, 5 জুন: সকাল বিকেল যারা বাড়ির আসেপাশের প্লাস্টিক-আবর্জনা কুড়িয়ে সমাজ পরিষ্কার রাখেন, 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে তাঁরাই সম্মানিত হয়েছেন ৷ ময়নাগুড়ি রেলওয়ে ষ্টেশনে সেই সকল প্রান্তিক মানুষদের এক টাকায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ময়নাগুড়ি প্রস্তুতি যুবমঞ্চের উদ্যোগে ৷

জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়ির বাসিন্দা মহম্মদ আজম, আজিমা খাতুন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্লাস্টিকের ক্যারিব্যাগ, প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়ান। তারপর ভাঙারির দোকানে জমা করে যা রোজগার করেন তা দিয়েই সংসার চালান। সোমবার ময়নাগুড়ি রেলওয়ে ষ্টেশনে সকালে কাজ বের হওয়ার আগে তাঁদের নিমন্ত্রণ করা হয়েছিল। তাঁদের জন্য এমন আয়োজন দেখে অবাক। ময়নাগুড়ি পুরসভার কাউন্সিলর তুহীনকান্তি চৌধুরী থেকে শুরু করে ময়নাগুড়ি জিআরপির ওসি-সহ অন্যান্যরা এদিন প্রান্তিক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের পায়ের চটি জুতো দেন।মিষ্টিমুখ করান।

আজিমা খাতুন বলেন, "আমাদেরকেও এইভাবে কেউ ডেকে উপহার দেবে ভাবতেও পারিনি। ভালো লাগছে ৷" এদিন ময়নাগুড়ি প্রস্তুতি যুবমঞ্চের সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন,"প্রতিবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। এবারও আমরা ময়নাগুড়ি রেলওয়ে ষ্টেশনে পরিবেশ দিবস পালন করেছি। সমাজের যারা অবহেলিত, উপেক্ষিত আজ তাঁদের সংবর্ধিত করলাম। রাস্তার বা বাড়ির পাশে আবর্জনা ঘেঁটে প্লাস্টিক যাঁরা কুড়িয়ে বেড়ান, তাঁদের আমরা সম্মান জানালাম। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। যেহেতু তাঁরা নোংরা আবর্জনার মধ্যে যান। কাঁচ পায়ে ফুটে যেতে পারে। সেই থেকে রক্ষা করার জন্য আমরা চটি-জুতো প্রদান করেছি।"

আরও পড়ুন: ব্যবসার স্বার্থে পরিবেশ ধ্বংস হচ্ছে, চিন্তিত নয় কেন্দ্র: মেধা পটেকর

এদিন ময়নাগুড়ি পুরসভার কাউন্সিলর তুহীনকান্তি চৌধুরী জানান, যাঁদের নিয়ে অনুষ্ঠান তাঁরাই সমাজের ভালো শ্রেনীর মানুষ। কারণ তাঁরাই সমাজকে পরিষ্কা রাখছেন। তাঁরা ভালো থাকুক এইটুকুই চাওয়া ৷ এই ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষেরাও ৷ বিশ্ব পরিবেশ দিবসে, যাঁরা পরিবেশ পরিষ্কার রাখেন, পরিবেশের যত্ন নেন আজ তাঁদের যত্ন নেওয়া হয়েছে ৷ খুব ছোট্ট একটা প্রয়াস কিন্তু উদ্দেশ্য মহৎ ৷

ABOUT THE AUTHOR

...view details