পশ্চিমবঙ্গ

west bengal

Jawan Electrocuted in Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সেনার, আহত 4

By

Published : Jan 19, 2023, 11:07 AM IST

Updated : Jan 19, 2023, 1:42 PM IST

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক সেনা জওয়ান ৷ জখম আরও 4 জন ৷ ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে (New Jalpaiguri Station Jawan Death) ৷

New jalpaiguri station
নিউ জলপাইগুড়ি স্টেশন

নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক সেনা জওয়ান

জলপাইগুড়ি, 19 জানুয়ারি: নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ওভারহেড তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আরও চার সেনা আহত হন ৷ ঘটনার পরই গোটা রেল স্টেশন ঘিরে নেয় সেনা জওয়ানরা ৷ রেল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সেনার নাম মেহেতা মণিশ (34)। ঘটনার পরই তাঁকে দ্রুত উদ্ধার করে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই হাসপাতালে উপস্থিত হন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলাওয়ারওয়ার ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা ৷ আহত চার জওয়ানকে উদ্ধার করে ব্যাংডুবি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷

তবে সাংবাদিকদের এ নিয়ে কিছু বলতে চাননি পুলিশ আধিকারিক ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (Chief Public Relations Officer) সব্যসাচী দে বলেন, "সেনার বিশেষ ট্রেনের ঘটনা ৷ 8 নম্বর লাইনে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনে থাকা ট্যাঙ্কারে জল মাপতে গিয়ে ওভারহেড তারের সংযোগে চলে আসেন জওয়ানেরা । ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক জওয়ানের । আরও কয়েক জন আহত হয়েছেন ৷" আরপিএফের কাটিহার ডিভিশনের অতিরিক্ত কম্যান্ডান্ট আর কে ফারুখ বলেন, "একটা ঘটনা ঘটেছে ৷ সেনাকে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

আরও পড়ুন: কাল হল বিজ্ঞানের নেশা, শরীরে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যুর কোলে অভীক

রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে 5 নম্বর ইয়ার্ডে দাঁড়িয়েছিল সেনার বিশেষ ট্রেনটি ৷ সেটি জলপাইগুড়ির বিন্নাগুড়ির সেনা ছাউনি (Binnaguri Army Camp) থেকে তাঁদের রাজস্থানের পোখরানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ট্রেনটি রাজস্থানের জয়সলমীরের ভারাদিয়া লাথি স্টেশন পর্যন্ত যেত ৷ সেখান থেকে সড়কপথে সেনারা পোখরানে পৌঁছবেন, এমনটাই স্থির ছিল । ট্রেনে ছিল ভারতীয় সেনার রকেট ইউনিটের জওয়ানরা ৷

এনজেপি রেল স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের উপরে থাকা জলের ট্যাঙ্কারে জল মাপতে যান 5 জওয়ানরা ৷ মেহেতা মনিশ ট্যাঙ্কারের উপরে উঠে জল মাপতে গেলে ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে ৷ তার সঙ্গে নীচে থাকা আরও 4 জন বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ এরপর বাকি জওয়ানরা নিহত ও আহতদের উদ্ধার করে এনজেপি রেল হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে মেহেতা মণিশকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷ সে ভারতীয় সেনার 18/1ও রকেট ইউনিটে কর্তব্যরত ছিল ৷ বাকি জখম 4 জনকে দ্রুত শিলিগুড়ি সংলগ্ন ব্যাংডুবি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ প্রত্যেকে আইসিইউতে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পাঁচজনের

Last Updated : Jan 19, 2023, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details