পশ্চিমবঙ্গ

west bengal

জলপাইগুড়িতে হোটেলের আড়ালে মধুচক্রের আসর, গ্রেপ্তার 7

By

Published : Aug 17, 2019, 5:21 PM IST

বেশ কয়েকদিন ধরে শহরের কদমতলা মোড়ে একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল ৷ আজ দুপুরে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে দুই মহিলা ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ ৷

মধুচক্রের আসর

জলপাইগুড়ি, 17 অগাস্ট : মধুচক্রের আসরে হানা দিয়ে দুই মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ জলপাইগুড়ির কদমতলা মোড়ের ঘটনা ৷

বেশ কয়েকদিন ধরে কদমতলা মোড়ের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল ৷ আজ দুপুরে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে দুই মহিলা ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এদের মধ্যে হোটেল মালিকও আছে ৷ জলপাইগুড়ির IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল ওই হোটেলে দেহ ব্যবসা চলছে । আমরা আজ ওই হোটেলে হানা দিই ৷ এই ঘটনায় হোটেল মালিক সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"

উল্লেখ্য, মাসখানেক আগে শহরের থানা রোডের একটি হোটেলেও অভিযান চালিয়েছিল পুলিশ ৷ সেই ঘটনাতেও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল ৷ যদিও, হোটেলের মালিককে ধরা যায়নি ৷ পুলিশের দাবি , ওই হোটেলে সিংগিং বারের আড়ালে মধুচক্র চালানো হত ৷

ABOUT THE AUTHOR

...view details