পশ্চিমবঙ্গ

west bengal

হাওড়ার পিলখানায় বোমাবাজি, গুলি ; জখম দুই

By

Published : May 25, 2019, 4:46 PM IST

Updated : May 25, 2019, 7:47 PM IST

হাওড়ার পিলখানা এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় জখম দুই স্থানীয় পথচারী । নাম মহম্মদ আক্রম ঘুশি (17) ও মহম্মদ ওয়াসিম টর (27) ।

জখম মহম্মদ আক্রম ঘুশি

হাওড়া, 25 মে : ভোরে হাওড়ার পিলখানায় চলল গুলি, বোমাবাজি । ঘটনায় জখম দুই পথচারী । নাম মহম্মদ আক্রম ঘুশি ও মহম্মদ ওয়াসিম টর । তারা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনার সূত্রপাত আগে থেকে । স্থানীয় ব্যবসায়ী ফারুক আলম কাঠ মিস্ত্রি মহম্মদ আখতারকে দিয়ে কাঠের কাজ করিয়েছিল । কিন্তু, অনেকদিন হয়ে গেলেও টাকা শোধ করেনি । তা নিয়ে দু'জনের মধ্যে প্রায়ই বচসা লেগে থাকত । গতরাতে মহম্মদ আক্তার টাকা না পেয়ে ফারুককে বেশ কিছুক্ষণ আটকে রেখে মারধরও করে । এই ঘটনায় গোলবাড়ি থানায় অভিযোগ দায়ের করে ফারুক । এরপর ফারুক তার বন্ধু হারুন খান, সাদ্দাম, মিরাজদের নিয়ে এসে ঝামেলা শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

কিছুক্ষণ পর ফের ফিরে আসে ফারুকরা । তারা বোমাবাজি শুরু করে । চালাতে থাকে গুলি । গুলি লাগে ঘুশির বুকে । বোমার আঘাতে জখম হয় ওয়াসিম । পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Intro:শনিবার ভোরবেলা উত্তপ্ত হাওড়ার পিলখানা। স্থানীয় সূত্রে খবর, পিলখানা থার্ড বাই লেনে এদিন ভোরে ব্যাপক বোমাবাজি বোতল ছোড়াছুড়ি এবং গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় একজন কিশোর মোঃ আক্রম ঘুশি(১৭) র বুকে গুলি লাগে। এছাড়াও আরো এক যুবক মোঃ ওয়াসিম টর মুখে বোমের স্প্লিন্টার লাগে। তাদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় ব্যবসায়ী ফারুক আলম সে বাড়িতে মোটা টাকার কাঠের কাজ করিয়ে এলাকারই কাঠ মিস্ত্রি মোঃ আক্তারকে কোনও টাকা দেননি দীর্ঘদিন। এই নিয়েই প্রায়ই তাদের মধ্য ঝামেলা লেগে থাকত। গত ২৪ তারিখ রাতে মোঃ আক্তার টাকা না পেয়ে ফারুককে আটকে রাখে। এই ঘটনার পর মোঃ আক্তার তাকে মারধরও করে। এই ঘটনায় গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে ফারুক। এরপর কিছুক্ষন বাদে গতকাল রাতে মোঃ আক্রান্ত তার দলবল হারুন খান, সাদ্দাম , মিরাজ দের নিয়ে স্থানীয় লোককে ভয় দেখাতে থাকে। তখন পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর হারুন খান তার বন্ধুরা ফের ঘুরে এসে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটায়। এই ঘটনায় গোলাবাড়ি থানা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।Body:হConclusion:
Last Updated : May 25, 2019, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details