পশ্চিমবঙ্গ

west bengal

ফ্ল্যাটে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে আত্মহত্যার চেষ্টা মায়ের !

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:56 PM IST

Updated : Dec 29, 2023, 7:52 PM IST

Horrific Incident at Uttarpara: ঘরে ঝুলছে মেয়ের দেহ ৷ সেই দেখে আত্মহত্যার চেষ্টা করেন মা ৷ হুগলির কোন্নগরের ক্রাইফার রোডের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে ৷ উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Horrific Incident at Uttarpara
Horrific Incident at Uttarpara

ফ্ল্যাটে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে আত্মহত্যার চেষ্টা মায়ের !

কোন্নগর, 29 ডিসেম্বর: বৃদ্ধ বাবার সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী বছর পঁয়ত্রিশের মেয়ে ৷ যা দেখে আত্মহত্য়ার চেষ্টা মায়ের ৷ এমনই ঘটনা হুগলির কোন্নগরের ক্রাইফার রোডে ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি ৷ ঘটনাস্থল উত্তরপাড়া থানা এলাকার মধ্যে অবস্থিত ৷ ওই থানার পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ সবদিক খতিয়ে দেখছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকে এই ঘটনা ঘটেছে ৷ আত্মহত্যার চেষ্টা করায় গুরুতর জখম হয়েছেন বৃদ্ধা ৷ তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সেখানেই তিনি চিকিৎসাধীন ৷

কোন্নগরের ক্রাইফার রোডে রয়েছে অরণী অ্যাপার্টমেন্ট ৷ সেই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে মা-বাবার সঙ্গে থাকতেন বিপাশা মুখোপাধ্যায় ৷ বছর পঁয়ত্রিশের বিপাশা ডিভোর্সি ছিলেন ৷ তাঁর বাবা বুদ্ধদেব মুখোপাধ্য়ায় ও মা কৃষ্ণা মুখোপাধ্যায়, দু’জনেই বৃদ্ধ ৷ বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে ৷ স্থানীয়দের দাবি, বছর সাতেক আগে ওই ফ্ল্যাটে থাকতে আসেন বিপাশারা ৷ ডিভোর্সের জেরে বাড়ি ফিরে আসার পর থেকেই মা-বাবার সঙ্গে বিপাশার অশান্তি চলত ৷ বৃহস্পতিবার রাতেও প্রতিবেশীরা ঝগড়ার আওয়াজ শুনেছেন ৷

এই ফ্ল্যাটেই থাকেন বুদ্ধদেব মুখোপাধ্যায়

প্রতিবেশী দীপঙ্কর মুখোপাধ্যায়ের দাবি, শুক্রবার সকালে পরিচারিকা এসে তাঁকে জানান যে কৃষ্ণাদেবী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ আর আত্মহত্যা করেছেন বিপাশা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ পুলিশ গিয়ে বিপাশার ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷ পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতেই ঘটনাটি ঘটে ৷ শুক্রবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় কৃষ্ণাদেবীকে ৷ আর বুদ্ধদেববাবু বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে ৷ পুলিশ ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ৷ এই নিয়ে মুখ খুলতে রাজি হয়নি পুলিশের কেউই ৷ তবে একটি সূত্রে খবর যে সুইসাইড নোটে লেখা, বাবার সঙ্গে ঝগড়া হওয়ায় বাবার গায়ে গরম ছ্যাঁকা দিয়ে ফেলেন বিপাশা । তাতে তিনি অনুতপ্ত৷ সেই কারণে তিনি এই পদক্ষেপ করেছেন ৷

বাড়িতে অসুস্থ বুদ্ধদেব মুখোপাধ্যায়

সত্যিই কি তাই ? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে ? বিপাশাদের প্রতিবেশী দীপঙ্কর মুখোপাধ্যায়ের দাবি, ‘‘প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না । এরা নিজেদের মতোই থাকতেন । কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশার বাবা ৷ তাঁকে অনেকবার হাসপাতালে নিয়ে গিয়েছেন ।’’ ফলে কী নিয়ে অশান্তি ছিল মুখোপাধ্যায় পরিবারে, তা নিয়ে পুলিশি তদন্তে কিছু উঠে আসে কি না, সেটাই দেখার !

আরও পড়ুন:

  1. গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই, পিটিয়ে খুন করল গ্রামবাসীরা
  2. তিন যুবতীর মারামারিতে উত্তপ্ত হিন্দমোটর স্টেশন, ছুরিকাহত দুই
  3. চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন চন্দননগরে! গ্রেফতার অভিযুক্ত
Last Updated : Dec 29, 2023, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details