পশ্চিমবঙ্গ

west bengal

Uttarpara Haunted House : উত্তরপাড়ায় ভূতুড়ে কাণ্ডে ঘরছাড়া মৈত্র পরিবার, ভূত খুঁজতে আসরে বিজ্ঞান মঞ্চ

By

Published : Apr 30, 2022, 4:48 PM IST

হুগলির উত্তরপাড়ার 35 রামলাল দত্ত লেনের বাসিন্দা দীপঙ্কর মৈত্রর বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে (Ghost forces Uttarpara Moitra family to leave house) ৷ এমনটাই দাবি দীপঙ্করের ৷ বৃহস্পতিবার সেখানে যায় বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷ তাঁরা সবকিছু খতিয়ে দেখে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ৷

ghost-forces-uttarpara-moitra-family-to-leave-house
Uttarpara Haunted House : উত্তরপাড়ায় ভূতুড়ে কাণ্ডে ঘরছাড়া মৈত্র পরিবার, ভূত খুঁজতে আসরে বিজ্ঞান মঞ্চ

উত্তরপাড়া (হুগলি), 30 এপ্রিল : ভূতুড়ে কাণ্ডে বাড়িতে টেকা দায় হয়ে উঠেছে উত্তরপাড়ার মৈত্র পরিবারের (Ghost forces Moitra family to leave house) । এর পিছনে অলৌকিক ঘটনা না অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হয়েছে ওই পরিবার ।

হুগলির উত্তরপাড়ার 35 রামলাল দত্ত লেনের বাসিন্দা দীপঙ্কর মৈত্র ৷ তিনি সপরিবারে সেখানে থাকতেন ৷ কিন্তু ভূতুড়ে কাণ্ডের জেরে তাঁকে প্রায় সাড়ে তিন মাস বাড়ি ছেড়ে থাকতে হয়েছে (Uttarpara Haunted House) ৷ বিজ্ঞান মঞ্চের সাহায্য নিয়ে অবশেষে তাঁরা বাড়ি ফিরেছেন ৷ কিন্তু এখনও ভয় কাটছে না ৷

গতকাল, বৃহস্পতিবার সেখানে যান বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷ তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখেন ৷ তার পর মৈত্র পরিবারকে এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন ৷ বিজ্ঞান মঞ্চের সদস্যদের ধারণা, ওই পরিবারের নিকট আত্মীয় কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ৷

দীপঙ্কর মৈত্র কলকাতায় কনসালটেন্সির কাজ করেন । তাঁর স্ত্রী তনুশ্রী মৈত্র আঁকা শেখান । ছেলে দীপ্তাক্ষ উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র । দীপঙ্কর জানান, গত বছর ভাইফোঁটার পর থেকে তাঁর বাড়িতে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে । কখনও রাত্রে শুয়ে আছেন বিছানা জলে ভিজে গেল, কখনও আবার হঠাৎ করে আগুন ধরল বিছানার চাদরে, চেয়ার নিজে থেকেই সরে যাওয়া, কাঁচের গ্লাস হঠাৎ করে উপরে লাফিয়ে উঠছে, তো কখনও পাথরের টুকরো লেগে আলমারির কাঁচ ভেঙে যাচ্ছে ।

তিনি আরও জানান, কখনও আবার ফোন করে কেউ বলছে, আলমারি খুলে দেখ টাকা নেই । কাগজে লিখে হুমকিও দেওয়া হচ্ছে । দিন দশেক আগে দীপ্তাক্ষ বিকেলে পড়তে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় । কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর নিজেই বাড়ি ফেরে সে । জানায় কোন্নগর শ্মশানে কেউ তাকে নিয়ে গিয়েছিল । কিন্তু কিভাবে, তা জানে না । এমন সব আজব কাণ্ড ঘটতে থাকায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মৈত্র দম্পতি । কোন্নগরে দীপঙ্করের শ্বশুরবাড়ি৷ তিনি সেখান থেকে আবার উত্তরপাড়ার বাড়িতে ফেরেন । কোন্নগরে থাকাকালীন কোনও সমস্যা ছিল না বলে দীপঙ্করের দাবি ৷ তিনি জানিয়েছেন, উত্তরপাড়ার বাড়িতে ফিরতেই একই ঘটনা ঘটতে থাকে ।

তনুশ্রীর দাদা প্রণব আদক বোনের বাড়িতে প্রকৃত কী ঘটছে, জানতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যোগাযোগ করেন । গতকাল, বৃহস্পতিবার বিজ্ঞান মঞ্চের সদস্যরা দীপঙ্কর ও তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকেন । বাড়ির দোতালায় দু’টি বেডরুম, একটা ডাইনিং ও একটি বৈঠকখানা রয়েছে । মেঝেতে ভাঙা কাঁচের টুকরো, লোহার কয়েকটি যন্ত্রপাতি ছড়ানো । দীপ্তাক্ষ মাটি দিয়ে ঠাকুর গড়ে । যে দুর্গা ঠাকুর তৈরি করে পুরস্কার পেয়েছিল, তার হাত ভাঙা । চেয়ারের গদি আগুনে পোড়া, সবকিছু দেখান দীপঙ্কর ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হুগলি জেলা সম্পাদক অমিত মুখোপাধ্যায় বলেন, ‘‘যে সব ঘটনার কথা বলছেন সেটা বাইরে থেকে ঘটার কোনও জায়গা নেই । হঠাৎ আগুন লাগার কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও গ্লিসারিনের বিক্রিয়া । গদির স্পঞ্জে এখনও গন্ধ রয়েছে । এক্ষেত্রে ভৌতিক বা অলৌকিক কিছু নেই, লৌকিক ঘটনা । যে কাগজে হুমকি লেখা হয়েছে সেগুলো সবই ওনাদের ঘরের কাগজ । ঘরের ভিতর থেকেই পাথর ছুঁড়ে কাঁচ ভাঙা হয়েছে । যা সব হয়েছে কারও গায়ে লাগেনি । ভাঙাভাঙি সবটাই ভিতর থেকে হচ্ছে । পুলিশে অভিযোগ জানাতে বলেছি ।’’

আরও পড়ুন :Horror In Hostel : ভূতুড়ে কাণ্ডে হস্টেলই হানাবাড়ি, ভয়ে কাঁটা ছাত্রীরা

ABOUT THE AUTHOR

...view details