পশ্চিমবঙ্গ

west bengal

Accused TMC Leader: বাবনানে বিজেপি নেতার বাড়িতে চড়াও, অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান

By

Published : Dec 22, 2022, 10:19 PM IST

জমি নিয়ে বিবাদ তৃণমূল উপপ্রধান ও বিজেপির বুথ সভাপতির। যার জেরে বাবনানের বিজেপি বুথ সভাপতি বাড়িতে চড়াও হয় ওই উপপ্রধান। তাঁর কন্যা সন্তানকে তুলে আছাড় মারারও অভিযোগ ওঠে উপপ্রধানের বিরুদ্ধে (Accused TMC Leader Over Attack on BJP Leader) । ঘটনাটি হুগলির দাদপুরের বাবনানের উত্তরপাড়ার।

Accused TMC Leader
বিজেপি নেতার মেয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি

জমি নিয়ে বিবাদ তৃণমূল উপপ্রধান ও বিজেপির বুথ সভাপতির

হুগলি, 22 ডিসেম্বর: হুগলির বাবনান হাইস্কুলের সামনে সরকারি জায়গায় পঞ্চায়েতের অনুমতি নিয়ে গোডাউন করেছিল স্কুল। আর সেই জায়গা ছিল বিজেপির বুথ সভাপতি গৌরচন্দ্র টেরির বাড়ির সামনে ৷ স্কুল কর্তৃপক্ষ সেই গোডাউন তালচিনানের বাসিন্দা তাপস চিত্রকর নামে একজনকে ভাড়া দেয়। গত সেপ্টেম্বর মাসের 10 তারিখে ওই গোডাউনে গৌরচন্দ্র একটি ট্র্যাক্টর রেখেছিলেন। সেই সময় গোডাউন খালি করতে চাননি গৌরচন্দ্র টেরির বাবা বিষ্টুপদ টেরি। তা নিয়ে অশান্তি তৈরি হয় ওই এলাকার শাসক দলের উপপ্রধানের সঙ্গে (TMC & BJP Clash) ৷

আজ বৃহস্পতিবার সেই গোডাউনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য ওয়্যারিংয়ের কাজ শুরু করলে বাধা দেন গৌরচন্দ্র। তারপরই উপপ্রধানের লোকজন যে গোডাউন ভাড়া নিয়েছে সেই বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ (Accused TMC Leader) । তাঁর মায়ের অভিযোগ, একদল লোক বাড়িতে ঢুকে টানাটানি করতে শুরু করে তাঁকে। কোলে থাকা বাচ্চাকে ফেলে দেয়। সেখানে উপপ্রধান হাকিমও ছিল। শিশুটি গুরুতরভাবে আঘাত লাগে ৷ তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয়। সিসিটিভি ফুটেজে বেশ কিছু লোকজন বিজেপি বুথ সভাপতির বাড়ির দরজায় লাথি মারার ছবি সামনে আসে।

আরও পড়ুন:আর্জেন্তিনার ট্রফি জয়ের পর দুই সমর্থকগোষ্ঠীর বচসা, জলপাইগুড়িতে আহত 7

গণ্ডগোলের খবর পেয়ে দাদপুর থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। গৌরচন্দ্র বা তাঁর শিশুকে কেউ মারেনি বলে দাবি বাবনান পঞ্চায়েতের উপপ্রধান শেখ আবদুল হাকিমের। পঞ্চায়েতের রাস্তার জায়গায় স্কুলের গোডাউন ছিল। সেটা দখল করার জন্য এসব করছে। বিজেপি বুথ সভাপতি গৌরচন্দ্র টেরির অভিযোগ বিজেপি করার অপরাধে এসব ঘটনা ঘটাচ্ছে তৃণমূলের উপপ্রধান। তার মেয়েকেও ফেলে দেয়। পুনরায় তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে ৷ না-মানায় তাই বাড়িতে চড়াও হয়ে ভয় দেখানো হচ্ছে (Accused TMC Leader Over Attack on BJP Leader) ।

বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, "তৃণমূল এত নীচে নেমে গিয়েছে দুধের শিশুকেও মারধর করছে। জোর করে তৃণমূলে যোগ দেওয়া করাবে, না-দিলেই তার উপর অত্যাচার করবে। আমরা প্রশাসনের ভূমিকা দেখব, যদি কোনও ব্যবস্থা না-হয় তাহলে যা করার করব।"

ABOUT THE AUTHOR

...view details