পশ্চিমবঙ্গ

west bengal

Bengal Civic Polls 2022 : পৌরভোটে দার্জিলিংয়ের 10 আসনে প্রার্থী তৃণমূলের, জোট নিয়ে বজায় জল্পনা

By

Published : Feb 7, 2022, 11:04 PM IST

Updated : Feb 7, 2022, 11:09 PM IST

এদিন তৃণমূল দার্জিলিং পৌরসভার ভোটের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে (TMC Candidate list for Darjeeling Municipality Election), তার মধ্যে থাকা 2 ও 5 নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাও ৷

darjeeling municipality election
পৌরভোটে দার্জিলিংয়ের 10 আসনে প্রার্থী তৃণমূলের

দার্জিলিং, 7 ফেব্রুয়ারি: দার্জিলিং পৌরসভার নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূলের জোটে জট । এমনটাই ইঙ্গিত মিলল সোমবার, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সাংবাদিক বৈঠকে । দার্জিলিং পৌরসভার 32টি আসনের মধ্যে কেবলমাত্র 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজ্যের শাসকদল (TMC is giving candidates in ten seats in Darjeeling Municipality Election) । বাকি 22টি আসনে প্রার্থী দিচ্ছে না তারা । এদিন এই ঘোষণা করেন অরূপ বিশ্বাস ৷ তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়েই এই দশ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে বাকি 22টি তৃণমূল পাহাড়ের কোন দলের সঙ্গে জোট করবে সেই বিষয়টি এদিন খোলসা করেননি অরূপ বিশ্বাস ৷ বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে পাহাড়ের রাজনীতিতে ৷

আরও পড়ুন : "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার

এদিনই দার্জিলিং পৌরসভার 32টি আসনের মধ্যে 13টি আসনে প্রার্থী ঘোষণা করে গোর্খা জনমুক্তি মোর্চা । আর সেই তালিকায় আবার দেখা যায় এমন দুটি ওয়ার্ড রয়েছে যেখানে প্রার্থী দিয়েছে তৃণমূলও ৷ শাসকদলের সবকটি আসনে প্রার্থী না দিতে পারাটা সাংগঠনিক শক্তিহীনতা নাকি কোনও রাজনৈতিক কৌশল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে । ঘটনা হল, প্রথমে অনিত থাপার নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, দুই দলের সঙ্গেই সমান দূরত্ব বজায় রেখে চলছিল ঘাসফুল শিবির । কিন্তু ছন্দপতন হল যখন অনিত থাপা কোনওরকম জোট বা আসন সমঝোতায় না গিয়ে 32টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় । এমত অবস্থায় বিপাকে পড়ে ঘাসফুল শিবির । শেষে পরিস্থিতি সামাল দিতে মোর্চার সঙ্গেই জোটের ইঙ্গিত মিলছিল তৃণমূলের তরফে । কিন্তু এদিন সেই বিষয়টিও পরিষ্কার হল না ।

পৌরভোটে দার্জিলিংয়ের 10 আসনে প্রার্থী তৃণমূলের

32টি ওয়ার্ডের মধ্যে 2, 5, 8, 13, 14, 18, 20, 25, 31 ও 32 নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল । বাকি 22টি ওয়ার্ড কোন রাজনৈতিক দলের জন্য ছেড়ে দেওয়া হল তা এদিন পরিষ্কার করেননি অরূপ বিশ্বাস । তবে, ওই ২২ টি আসনে বিমল গুরুংয়ের সঙ্গেই জোট করছে তৃণমূল কংগ্রেস বলে দলীয় সূত্রে জানা গিয়েছে । এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আমরা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুধু মাত্র 10টি আসনেই লড়ছি । বাকি আসনে আমরা লড়ছি না ।" অন্যদিকে, এদিন মোর্চার দলীয় কার্যালয় পাতলেবাসে সাংবাদিক বৈঠক করেন মোর্চা নেতা বিমল গুরুং । তিনি বলেন, "আমরা পাহাড়ের সমস্যা সমাধানে কাজ করতে চাই । এখন 13 টি আসনে প্রার্থী ঘোষণা করলাম । বাকি পরে আরও করা হবে ।" তাঁকে একাধিকবার বাকি 22টি আসনে সমঝোতা বা জোটের বিষয়ে জিজ্ঞেস করা হলেও তিনি সাফ এড়িয়ে যান । তবে 2 ও 5 নং ওয়ার্ডে তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চা দুই দলই প্রার্থী দিয়েছে ৷

Last Updated : Feb 7, 2022, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details