পশ্চিমবঙ্গ

west bengal

Nirmala Sitharaman starts EDI: পানিট্যাংকিতে ইডিআই পরিষেবা চালু অর্থমন্ত্রীর, আরও সহজ সীমান্ত পারাপার

By

Published : Mar 2, 2023, 9:59 PM IST

বৃহস্পতিবার পানিট্যাংকি সীমান্তে ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (Electronic Data Interchange) বা ইডিআই (EDI) ব্যবস্থাপনার সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এর থেকে কী কী সুবিধা পাওয়া যাবে ?

Nirmala Sitharaman starts EDI in Panitanki Border to ease Export Import
পানিট্যাংকিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

নয়া ব্যবস্থাপনার উদ্বোধন

পানিট্য়াংকি সীমান্ত (দার্জিলিং), 2 মার্চ: আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চোরাচালান রুখতে ও পণ্যবাহী গাড়ির উপর নজরদারি বাড়াতে জরুরি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ চালু হল ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (Electronic Data Interchange) বা ইডিআই (EDI) পরিষেবা ৷ বৃহস্পতিবার দার্জিলিং জেলার অন্তর্গত পানিট্যাংকি সীমান্তে এই ব্যবস্থাপনা চালু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman starts EDI) ৷

তিনদিনের সিকিম সফর শেষ করে এদিন শিলিগুড়ি ফেরেন নির্মলা ৷ সেখান থেকে সড়কপথে পৌঁছন খড়িবাড়ি ব্লকের পানিট্যাংকির ভারত-নেপাল সীমান্তে ৷ এখানকার অভিবাসন, শুল্ক এবং সীমান্তরক্ষীবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে ইডিআই ব্যবস্থাপনা শুরু করেন নির্মলা ৷ পাশাপাশি, এখান থেকেই নাগরাকাটা ও কুলকুলি সীমান্তেও দূর নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে ইডিআই শুরু করেন তিনি ৷ এই কর্মসূচির পর বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্মলা বলেন, "সীমান্তে মূলত পণ্যবাহী গাড়ির জন্য এই ইডিআই প্রক্রিয়া চালু করা হল ৷ এর ফলে চালকদের হয়রানি অনেকটাই কমবে ৷ সীমান্ত পারাপারে নথি সংক্রান্ত যেসমস্ত জটিলতা থাকে, ইডিআই চালু হওয়ায় সেসব বহুলাংশে কমবে ৷ পাশাপাশি, নজরদারির কাজেও বাড়তি সুবিধা হবে ৷ ভারত-নেপাল, ভারত-ভুটান, ভারত-বাংলাদেশ সীমান্তগুলিতে এই প্রক্রিয়া চালু করা হবে ৷"

আরও পড়ুন:পানিট্যাংকিতে নতুন কন্ট্রোল রুম, সীমান্তে বাড়ল নজরদারি ক্যামেরার সংখ্যা

প্রসঙ্গত, পানিট্যাংকি সীমান্ত দিয়ে দিনে প্রায় আড়াই থেকে তিনহাজার পণ্যবাহী গাড়ি চলাচল করে ৷ পাশাপাশি, প্রায় একই সংখ্যক গাড়ি যাতায়াত করে ভারত-ভুটান সীমান্ত দিয়েও ৷ এর আগে পণ্যবাহী গাড়ি সীমান্ত পার হতে গেলে প্রচুর নথি পেশ করতে হত ৷ তাতে লম্বা সময় লাগত ৷ কোনও নথি হারিয়ে গেলে আর সীমান্ত পার করা যেত না ৷ কিন্তু, নয়া ব্যবস্থাপনায় আর সেই ঝক্কি থাকবে না ৷ সংশ্লিষ্ট পণ্যবাহী গাড়িতে পণ্য বোঝাই হতেই সেই গাড়ির যাবতীয় প্রয়োজনীয় নথি, পণ্যের বিবরণ, চালকের বিবরণ-সহ সমস্ত তথ্য অনলাইনে পৌঁছে যাবে সীমান্তে কর্তব্যরত সমস্ত আধিকারিকের কাছে ৷ ফলে পারাপার সহজ হবে ৷ মজবুত হবে নজরদারি ব্যবস্থাও ৷

ABOUT THE AUTHOR

...view details