পশ্চিমবঙ্গ

west bengal

Newborn Missing: উত্তরবঙ্গ মেডিক্যালের প্রসূতি বিভাগ থেকে নবজাতক চুরির অভিযোগ

By

Published : Apr 20, 2023, 6:25 PM IST

কয়েকদিন আগেই শিলিগুড়িতে শিশু পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছিল ৷ এরপর আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা সামনে এল ৷ শিশু চুরির ঘটনার দায় স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Newborn Missing
নবজাতক চুরি

উত্তরবঙ্গ মেডিক্যালে প্রসূতি বিভাগ থেকে নবজাতক চুরির অভিযোগ

দার্জিলিং, 20 এপ্রিল: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নবজাতক চুরি। বৃহস্পতিবার দুপুরে এই চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেখানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ও ভূমিকা নিয়ে। পাশাপাশি প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। হাসপাতালের প্রসূতি বিভাগের ভিতর থেকে ওই নবজাতক চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে দায় স্বীকার করে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 24 বছর বয়সি রঞ্জিতা সিংহ নামে এক মহিলা খড়িবাড়ি ব্লকের বাতাসী থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে অসুস্থ অবস্থায় ভরতি হন। মঙ্গলবার রাতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে তাঁর সন্তান প্রসব হয়। তারপরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোরবেলা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে পরিবারের সদস্যরা। এদিনই দুপুরে খাবার সময় এক বৃদ্ধা তাঁর শিশুকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ । রঞ্জিতা সিংহ অভিযোগ করে বলেন, "দুপুরে খাওয়ার সময় এক বৃদ্ধা আমাকে সহযোগিতার আশ্বাস দেয় । বলে শিশুকে আমি বাইরে হাওয়া খাইয়ে নিয়ে আসছি । আর তার কয়েক মুহূর্তেই মধ্যেই সেই মহিলা শিশুটি সমেত নিখোঁজ হয়ে যায় ।"

ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সকলকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনা নিয়ে তদন্ত কমিটির গঠন করার কথা জানান সুপার সঞ্জয় মল্লিক। তিনি জানান, সেই সময় ভিজিটিং আওয়ার চলছিল । ফলে বাইরের মানুষেরা সেই সময় হাসপাতালে এসেছিল ৷ এর জেরে ওই মহিলা কে ছিলেন, তা এখনই বলা সম্ভব নয় । তবে তদন্ত চলছে ।

নিখোঁজ শিশুর ঠাকুমা আলফা রাজবংশী বলেন, "আমি বউমাকে দুপুরের খাবার দিই। ওই মহিলা বলে ওয়ার্ডে থাকলে শিশুর জন্ডিস হবে। সেজন্য হাওয়া খাইয়ে নিয়ে আসার কথা বলে। আমরা খাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখি ওই মহিলা গায়েব।" শিশুর বাবা পেশায় রাজমিস্ত্রী। বাবা নিত্যানন্দ সিংহের বক্তব্য, হাসপাতালে এতো গার্ড, নার্স থাকার সত্ত্বেও তার মধ্যে থেকে কীভাবে কেউ তাঁর ছেলেকে চুরি করে নিল। হাসপাতালের সিসি ক্যামেরা কাজ করছে না । এখন কীভাবে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাবে তিনি জানেন না । আজ শিশু চুরি হল, তাহলে রোগীদের নিরাপত্তা কোথায়? তিনি প্রশ্ন তুলেছেন ৷

আরও পড়ুন:শিলিগুড়িতে শিশু পাচার চক্রের পর্দাফাস, গ্রেফতার 4; উদ্ধার নবজাতক

ABOUT THE AUTHOR

...view details