পশ্চিমবঙ্গ

west bengal

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা

By

Published : Jun 24, 2021, 3:40 PM IST

উত্তরবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান । কমিশনের সদস্যরা কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যেসব জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে । পরিদর্শনের পর উত্তরবঙ্গের জন্য একটি রিপোর্ট শীর্ষ আদালতে জমা করবেন কমিশনের সদস্যরা ।

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা
ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা

শিলিগুড়ি, ২৪ জুন : ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা । বৃহস্পতিবার দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন কমিশনের আট সদস্যের ওই দল । শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ওই দল রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখবে।

ভোট পরবর্তী হিংসার বিষয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার । রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও ভোট পরবর্তী হিংসার অভিযোগ জমা না পরলেও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে 541টি অভিযোগ জমা পরেছে । ফলে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের উপরই আস্থা রেখেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ ।

এদিন ডিএসপি পদমর্যাদার আধিকারিক রাজবীর সিং, কুলবীর সিং, ইনস্পেকটর পদমর্যাদার আধিকারিক কুলবন্ত সিং, লাল বাহার, প্রদীপ মোরে, বি সেখাবসন্ত, সীমাঞ্চল দাস উত্তরবঙ্গে পৌঁছান । বিমানবন্দর থেকে সোজা সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগে রাজ্যকে একাধিকবার বিধেঁছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ভোট পরবর্তী হিংসার বিষয়ে তিনিও উত্তরবঙ্গে এসেছিলেন ।

আরও পড়ুন...উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি একাধিক বিজেপি বিধায়কের

কমিশনের সদস্যরা কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যেসব জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে । পরিদর্শনের পর উত্তরবঙ্গের জন্য একটি রিপোর্ট শীর্ষ আদালতে জমা করবেন কমিশনের সদস্যরা । ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ফলে ঘরছাড়া মানুষদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে কমিশনের সদস্যদের ।

ABOUT THE AUTHOR

...view details