পশ্চিমবঙ্গ

west bengal

বাগডোগরা থেকে দিল্লি-মুম্বই বিমান চলাচল বন্ধ

By

Published : Aug 1, 2020, 1:12 PM IST

Updated : Aug 1, 2020, 4:39 PM IST

গত মাসেই কলকাতা বিমানবন্দর থেকে ছয় শহরে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল ৷ এবার বাগডোগরা বিমানবন্দর থেকেও বন্ধ করা হল দিল্লি ও মুম্বই বিমান চলাচল ৷

বাগডোগরা
বাগডোগরা

শিলিগুড়ি, 1 অগাস্ট : ছয় শহর থেকে কলকাতায় বিমান চলাচল বন্ধ করেছিল রাজ্য সরকার ৷ তাই এই শহরগুলি থেকে কলকাতা বিমানবন্দরে আসাতেও ছিল নিষেধাজ্ঞা ৷ অনেকেই এই নিয়মের ফাঁক গলে কলকাতা না গিয়ে এই শহরগুলি থেকে চলে আসছিলেন বাগডোগরা বিমানবন্দরে ৷ এভাবেই ভিনরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছিলেন অনেকে ৷ এই নিয়ে ETV ভারতে খবর প্রকাশিত হয় ৷ এরপর বাগডোগরা বিমানবন্দর থেকেও বন্ধ করা হল দিল্লি ও মুম্বই বিমান চলাচল ৷

গত মাসে নিয়মের ফাঁক গলে কোরোনা আক্রান্ত এক যুবক এভাবেই দিল্লি থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন ৷ তিনি ছাড়াও অনেকেই এভাবে ঘুরপথে রাজ্যে প্রবেশ করছেন ৷ কলকাতা বিমানবন্দর থেকে ছয়টি বিমানবন্দরে চলাচল বন্ধ করা হলেও যাত্রীরা বাগডোগরা বিমানবন্দরে এসে সেখান থেকে বিমান পালটে অথবা সড়কপথে কলকাতায় যাতায়াত করছিলেন ৷ এই যাতায়াত বন্ধ করতেই বাগডোগরা বিমানবন্দরে দিল্লি, মুম্বই থেকে বিমান চলাচল বন্ধ করা হল ৷ 15 অগাস্ট পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে এই দু'টি বিমানবন্দর থেকে কোনও বিমান যাতায়াত করবে না ৷

জুন মাসের শুরুতেই রাজ্য সরকারের তরফে একটি চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্রকে ৷ তাতে জানিয়ে দেওয়া হয়েছিল, 6 জুলাই থেকে দেশের মোট ছয়টি শহর থেকে কোনও বিমান যেন পশ্চিমবঙ্গে না প্রবেশ করে ৷ যে শহরগুলির নাম এই তালিকায় রয়েছে সেগুলি হল দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমেদাবাদ ৷ 19 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলেও জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে ৷ 18 জুলাই এই নিষেধাজ্ঞার মেয়াদ 31 জুলাই পর্যন্ত বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ নবান্নের অনুরোধে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্ত নেয় ৷

এই সংক্রান্ত খবর : নিয়মের ফাঁক গলে 6 শহর থেকে বিমানে কলকাতা আসছেন যাত্রীরা

কিন্তু, কতটা মানা হচ্ছিল এই নিয়ম ? তাহলে কি সত্যিই এই রাজ্যগুলি থেকে কেউ পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ থেকে কেউ এই রাজ্যগুলিতে যাতায়াত করতে পারছিলেন না ? 14 জুলাই কোরোনা আক্রান্ত যুবকের দিল্লি থেকে ঘুরপথে গুয়াহাটি হয়ে কলকাতা বিমানবন্দরে আসার ঘটনায় স্পষ্ট বোঝা যাচ্ছে, কলকাতায় ওই ছয় রাজ্য থেকে বিমান চলাচল বন্ধ থাকলেও অনেকেই রাজ্যে ফিরছেন বা রাজ্য থেকে অন্য রাজ্যগুলিতে যাচ্ছেন ৷ কিন্তু, কীভাবে ? হিসেব বলছে, অনেকেই দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতা আসছেন ৷ আবার অনেকে দিল্লি থেকে বাগডোগরা হয়ে কলকাতা আসছেন ৷ একইভাবে কলকাতা থেকে বাগডোগরা বা গুয়াহাটি হয়ে দিল্লি বা মুম্বই যাচ্ছেন ৷ এভাবে বাগডোগরায় এসে পৌঁছানোর পরই যাত্রীরা আর আন্তঃরাজ্য চলাচলকারী যাত্রী হিসেবে চিহ্নিত হচ্ছেন না ৷ বাগডোগরা থেকে কলকাতা যাওয়ার সময় তিনি রাজ্যের অভ্যন্তরে চলাচলকারী যাত্রী হিসেবে চিহ্নিত হচ্ছেন ৷

এই খবর প্রকাশিত হয় ETV ভারতে ৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় বাগডোগরা বিমানবন্দর নিয়ে ৷ নির্দেশিকায় জানানো হয়, দিল্লি বা মুম্বই থেকে বাগডোগরা বিমানবন্দরে বন্ধ করা হল বিমান চলাচল ৷ এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা সুব্রমনি পি বলেন, "নির্দেশিকা এসেছে ৷ দিল্লি ও মুম্বইয়ের মধ্যে আপাতত বিমান চলাচল বন্ধ রাখা হচ্ছে ৷" তবে, এভাবে বিমান চলাচল বন্ধ করা হলে কি সত্যিই রাজ্যে ওই ছয় শহর থেকে প্রবেশ বন্ধ হচ্ছে ? না সেটা হচ্ছে না ৷ এরপরও রাজ্যে প্রবেশের সুযোগ থেকেই যাচ্ছে ৷ অনেকেই বাগডোগরা না গিয়ে গুয়াহাটি থেকে ঘুরপথে কলকাতা প্রবেশ করতে পারবেন ৷ বা যে সমস্ত রাজ্য থেকে এই রাজ্যে প্রবেশাধিকার রয়েছে, সেখান থেকে ঘুরপথে ফিরছেন রাজ্যে ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বাগডোগরা বিমানবন্দরের এক অধিকর্তা বলেন, "এরকম চললে তো সারা দেশে বিমান চলাচল বন্ধ করে দিতে হবে ৷"

Last Updated : Aug 1, 2020, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details