পশ্চিমবঙ্গ

west bengal

Siliguri Municipal corporation: শিলিগুড়ি পৌরনিগমের ভূমিকায় অখুশি সিপিএম, অশোক ভট্টাচার্যের নেতৃত্বে গণস্বাক্ষর সংগ্রহে দল

By

Published : Feb 18, 2023, 7:43 PM IST

তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে গণস্বাক্ষর সংগ্রহে সিপিএম (mass signature campaign by CPM) ৷

ETV Bharat
শিলিগুড়িতে সিপিএম এর গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

শিলিগুড়িতে সিপিএম এর গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি: শিলিগুড়ি পৌরনিগমের ভূমিকা নিয়ে ফের একবার সরব হল বামেরা ৷ পালটা অভিযোগ করেছে বর্তমানে এই পৌরনিগমের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস ৷ পৌরনিগমের বর্তমান বোর্ডের বিরুদ্ধে উদাসীনতা ও গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নামছে সিপিএম । অন্যদিকে, বামেদের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন অনুন্নয়নের অভিযোগ তুলেছে বর্তমান বোর্ড । সবমিলিয়ে শিলিগুড়ি পৌরনিগম নিয়ে ফের একবার সরগরম শহরের রাজনীতি ।

শিলিগুড়ির বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ডের বিরুদ্ধে অনুন্নয়ন, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া-সহ একাধিক অভিযোগ তুলে শনিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর অভিযান শুরু করল বামেরা। শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ও সিপিএম নেতা জীবেশ সরকারের নেতৃত্বে এদিন থেকেই ওই গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে । বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি বর্তমান বোর্ডের গাফিলতির কথাও তুলে ধরছেন সিপিএম নেতা-কর্মীরা (mass signature campaign in Siliguri) ৷

সবমিলিয়ে এক লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা হবে বলে লক্ষ্যমাত্রা নিয়েছে সিপিএম ৷ একমাস ধরে সংগৃহীত এই গণস্বাক্ষরগুলি নিয়ে মার্চ মাসে পৌরনিগম ঘেরাও অভিযান করে পৌর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা আছে বামেদের । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "ভোটের আগে সবরকমের প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান বোর্ড। পানীয় জল, রাস্তা, স্টেডিয়াম, নিকাশি সমস্তরকম উন্নয়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল । একটা কাজও হয়নি । সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান বোর্ড ।"

আরও পুলিশ:ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

অন্যদিকে, অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) পালটা একহাত নেন শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান মেয়র গৌতম দেব (Gautam Deb)। এই তৃণমূল নেতা বলেন, "অশোক ভট্টাচার্য নিজে ওই দফতরের প্রতিমন্ত্রী, মন্ত্রী, এসজেডিএর চেয়ারম্যান ছিলেন । কোন কাজ করেছেন তিনি ? আমরা তো রিপোর্ট কার্ড প্রকাশ করেছি । হতাশায় এসব বলছেন উনি।"

ABOUT THE AUTHOR

...view details