পশ্চিমবঙ্গ

west bengal

Snake Venom: জার ভর্তি সাপের বিষ উদ্ধার, আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা

By

Published : Jul 14, 2023, 10:45 PM IST

ভারত-বাংলা সীমান্তে সাপের বিষ উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় 12 কোটি টাকা ৷

Etv Bharat
জার ভর্তি উদ্ধার সাপের বিষ

বালুরঘাট, 14 জুলাই: ভারত-বাংলা সীমান্তে কাঁচের জার ভরতি সাপের বিষ উদ্ধার করলেন বিএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকা থেকে উদ্ধার হয়েছে মূল্যবাণ এই বিষ ৷ আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় 12 কোটি টাকা ৷ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি জওয়ানরা।

জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে বিপি নং- 288/82-এস এলাকায় বন্য ঘাসের মধ্যে উত্তর আগ্রার বিএসএফ জওয়ানরা অভিযান চালান। দীর্ঘ কয়েক ঘণ্টা অনুসন্ধানের সময়, দলটি বন্য ঘাস থেকে তরল আকারে একটি সন্দেহজনক কাঁচের জার উদ্ধার করে। জারটি বাংলাদেশ পত্রিকা দিয়ে মোড়ানো ছিল। জারের উপরের দিকে 'মেড ইন ফ্রান্স' কোড- 6097 হিসাবে চিহ্নিত এবং '01' নমুনা ট্যাগ দিয়ে সোনার চেনের সঙ্গে বাঁধা ছিল। জারের গায়ে লেখা থেকে জানা গিয়েছে, সেটাতে সাপের বিষ রয়েছে ৷ এরপরে আশেপাশে পাচারকারী লুকিয়ে রয়েছে কি না, তা জানতে তল্লাশিও চালান জওয়ানরা ৷ তারপরেই জারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতেই উদ্ধার হওয়া সাপের বিষ বালুরঘাট বনদফতরের হাতে তুলে দেয় বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বনদফতরের কর্মীরা। বালুরঘাট বনদফতরের রেঞ্জার সুকান্ত ওঝা বলেন, "উত্তর আগ্রা বিওপি-র বিএসএফ এই কাঁচের জারটি জমা দিয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে, এটা সাপের বিষ হতে পারে । তবে এটা সত্যি সাপের বিষ কি না, সে বিষয়ে পরীক্ষা করতে বাইরে পাঠানো হবে।" এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার করেছে বিএসএফ।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার মণিপুরের বাসিন্দা

উল্লেখ্য, সাপের বিষ নানাবিধ অ্যান্টি-ভেনম তৈরিতে যেমন কাজে আসে তেমনি মাদক তৈরিতে এই বিষ ব্যাপক পরিমাণে ব্যবহার করা হচ্ছে ৷ সেই কারণে চোরাকারবারিদের মধ্যে সাপের বিষ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details