পশ্চিমবঙ্গ

west bengal

কুশমণ্ডিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়

By

Published : Aug 31, 2020, 7:00 AM IST

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না৷ এই সুযোগে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷

accused arrested for raping
কুশমণ্ডি

কুশমণ্ডি, 31 অগাস্ট: বাড়ি ফাঁকা পেয়ে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম নির্মল গোলদার৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের 8 নং মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপিটা এলাকায় । পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

অভিযোগ, ওই নাবালিকার মা অসুস্থ থাকার কারণে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না৷ এই সুযোগে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়৷ মুখে গামছা বেঁধে টাঙন নদীর ধারের জঙ্গলে ধর্ষণ করে স্থানীয় বাসিন্দা নির্মল গোলদার। বিষয়টি কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত। ঘটনার পর বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায় নাবালিকা । নাবালিকার অভিযোগের ভিত্তিতে কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও নাবালিকার দাদার অভিযোগ, আইনি ব্যবস্থা না গ্রহণ করে থানা প্রথমে বিষয়টি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেয়। যদিও পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷

নাবালিকার দাদা সচিন সরকার বলেন, "বোন বাড়িতে কাঁদতে কাঁদতে ফিরে আসে৷ খুব আতঙ্কের মধ্যে রয়েছে । ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি চাই ।"

কুশমণ্ডি থানার পুলিশ আধিকারিক মানবেন্দ্র সাহা বলেন, "আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর আদালতে তুলেছি । আদালত 14 দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details