পশ্চিমবঙ্গ

west bengal

রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল দু’টি অক্সিজেন কনসেনট্রেটর

By

Published : May 8, 2021, 12:52 PM IST

দক্ষিণ 24 পরগনার রায়দিঘি গ্রামীণ হাসপাতালে জাপানি প্রযুক্তিতে তৈরি দু’টি অক্সিজেন কনসেনট্রেটর বসানো হল ৷ বিদ্যুৎ চালিত এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে বাতাসে থাকা 21 শতাংশ অক্সিজেনকে বিশেষ প্রক্রিয়ার মানুষের ব্যবহারের উপযোগী 93 শতাংশ অক্সিজেনে পরিণত করা সম্ভব ৷ এই পদ্ধতিতে মাত্র 1 মিনিটের মধ্যেই 5 লিটার অক্সিজেন তৈরি করা সম্ভব হবে ৷

Two oxygen concentrators made with Japanese technology have been installed at Raydighi Rural Hospital
রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল দু’টি অক্সিজেন কনসেনট্রেটর

রায়দিঘি, 8 মে : করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে হাসপাতালগুলিতে ৷ এমতাবস্থায় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল জাপানি প্রযুক্তিতে তৈরি দু’টি অক্সিজেন কনসেনট্রেটর ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় রায়দিঘির বিধায়ক ড.অলক জলদাতা হাসপাতালের হাতে তুলে দিয়েছেন এই মেশিন দু’টি। শনিবার থেকেই বিদ্যুৎ চালিত এই কনসেনট্রেটর দু’টি কাজ করা শুরু করেছে ৷ এর ফলে এখন থেকে হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটানো সম্ভব হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।

রায়দিঘি গ্রামীণ হাসপাতালে করোনার জন্য আলাদা করে 30 শয্যার একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে ৷ চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মধ্যে সিংহভাগ রোগীরই শ্বাসকষ্টের সমস্যা থাকায় অক্সিজেনের প্রয়োজন ৷ পাশাপাশি, অন্যান্য ওয়ার্ডেও ভর্তি রোগীদের অনেককেই অক্সিজেন দিতে হয়। কিন্তু প্রয়োজন মতো অক্সিজেনের জোগান না থাকায় বিপাকে পড়তে হচ্ছিল চিকিৎসকদের ৷

এই সমস্যা সমাধানের জন্য রায়দিঘির বিধায়ক অলক জলদাতা হাসপাতালে দু’টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করে দিলেন ৷ বিদ্যুৎ চালিত এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে বাতাসে থাকা 21 শতাংশ অক্সিজেনকে বিশেষ প্রক্রিয়ার মানুষের ব্যবহারের উপযোগী 93 শতাংশ অক্সিজেনে পরিণত করা সম্ভব ৷

বিদ্য়ুৎ চালিত এই দু’টি অক্সিজেন কনসেনট্রেটর হাসপাতালের চাহিদা অনেকটাই পূরণ করতে পারবে বলে আশাবাদী কর্তৃপক্ষ ৷

এই পদ্ধতিতে মাত্র 1 মিনিটের মধ্যেই 5 লিটার অক্সিজেন তৈরি করা সম্ভব হবে ৷ এর ফলে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশাবাদী চিকিৎসকরা ৷

আরও পড়ুন :দরিদ্র মানুষদের জন্য ‘দুয়ারে অক্সিজেন’-এর উদ্যোগ আসানসোলের চন্দ্রশেখরের

শনিবার অক্সিজেন কনসেনট্রেটরের উদ্বোধন করেন বিধায়ক অলক জলদাতা ৷ তিনি বলেন, ‘‘পাথরপ্রতিমা ও রায়দিঘি বিধানসভার হাজার হাজার মানুষ রায়দিঘি গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল ৷ এই করোনা পরিস্থিতিতে দু’টি স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করতে পেরে আমি খুব খুশি ৷ আগামী দিনে মথুরাপুর হাসপাতালেও দু’টি কনসেনট্রেটর বসানো হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details