পশ্চিমবঙ্গ

west bengal

দাদু রেশন ডিলার, ভেজাল কেরোসিন বিক্রি করে সোনারপুরে গ্রেফতার নাতি

By

Published : Jul 16, 2021, 8:21 PM IST

ration dealer's grandson arrested for selling Adulterated kerosene in Sonarpur
দাদু রেশন ডিলার, ভেজাল কেরোসিন বিক্রি করে সোনারপুরে গ্রেফতার নাতি ()

ভেজাল কেরোসিন তেল বিক্রির অভিযোগে গ্রেফতার রেশন ডিলার দাদুর নাতি ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকার ঘটনা ৷ ধৃতের নাম পল্লব নস্কর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার 1200 লিটার ভেজাল কেরোসিন এবং সাত কেজি রাসায়নিক ৷

সোনারপুর, 16 জুলাই :চড়া দামে ভেজাল কেরোসিন বিক্রির অভিযোগে সরকারি রেশন ডিলারের নাতিকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে ভেজাল কেরোসিন এবং রাসায়নিক উদ্ধার করা হয়েছে ৷ ধৃতের নাম পল্লব নস্কর ৷ বয়স 28 বছর ৷ শুক্রবারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পল্লব নস্কর সোনারপুরের বাসিন্দা হলেও তাঁর দাদুর বাড়ি বিষ্ণুপুরের রঘুদেবপুর এলাকায় ৷ তিনি ওই এলাকারই রেশন ডিলার ৷ অভিযোগ, রেশন ডিলার হিসাবে যে কেরোসিন (নীল রংয়ের) পেতেন পল্লবের দাদু, তাই তিনি অবৈধভাবে নাতিকে সরবরাহ করতেন ৷ আর সেই কেরোসিন সোনারপুরের বাড়িতে নিয়ে এসে তার ভোল পাল্টে দিতেন পল্লব ৷

আরও পড়ুন :ক্যানিংয়ে ভেজাল সর্ষের তেলের কারখানার হদিশ

সোনারপুরের বাড়িতে কার্যত একটা কারখানাই খুলে ফেলেছিলেন পল্লব ৷ লোকচক্ষুর আড়ালে সেখানেই চলত নীল কেরোসিনকে সাদা করার কেরামতি ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নীল কেরোসিনের মধ্যে নানা ধরনের রাসায়নিক ও পাওডার মিশিয়ে তার রং বদলে ফেলতেন পল্লব ৷ তারপর তা জ্য়ারিকেনে ভরে বিক্রি করতেন নিজেই ৷ আশপাশের হোটেল, ছোটখাটো খাবারের দোকানই ছিল পল্লবের টার্গেট ৷ এইসব জায়গায় ভেজাল কেরোসিন বিক্রি করে ভালোই মুনাফা কামাতেন তিনি ৷

গোপন সূত্রে এই খবর পেয়ে শুক্রবার পল্লবের সোনারপুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ উদ্ধার হয় 1200 লিটার ভেজাল কেরোসিন এবং সাত কেজি রাসায়নিক ৷ এছাড়াও ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান এবং নগদ আট হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় ৷ প্রসঙ্গত, রেশনের মাধ্যমে উপভোক্তাদের জন্য নীল রংয়ের যে কেরোসিন সরবরাহ এবং বণ্টন করা হয়, তা খোলা বাজারে বিক্রি করা বেআইনি ৷ তাছাড়া, নির্দিষ্ট রেশন ডিলারের কাছে যত সংখ্যক কার্ড থাকে, তার উপর ভিত্তি করেই নির্দিষ্ট পরিমাণ কেরোসিন পান তিনি ৷ সেক্ষেত্রে কালোবাজারি ছাড়া এই তেল খোলা বাজারে আসা সম্ভব নয় ৷

আরও পড়ুন :হরিশ্চন্দ্রপুরে সরষের তেলে পাম তেল মেশানোর অভিযোগ, গুদামে তল্লাশি প্রশাসনের

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নাতির কুকর্মে রেশন ডিলার দাদুর প্রত্যক্ষ মদত ও সহযোগিতা থাকতে পারে ৷ যদিও স্থানীয়দের একাংশের প্রশ্ন, পুলিশের এই অনুমানই ঠিক ? নাকি নাতিকে শিখণ্ডী করে আসলে দাদুই চালাচ্ছিলেন ভেজাল কেরোসিনের কারবার ? প্রকৃত তথ্য জানতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ৷ এদিনই ঘটনায় মূল অভিযুক্ত পল্লব নস্করকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে তারা ৷ বিচারক ধৃতকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details