পশ্চিমবঙ্গ

west bengal

বলাখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, মৃত 1

By

Published : Oct 15, 2019, 9:41 PM IST

Updated : Oct 16, 2019, 5:05 AM IST

আজ আমতলা থেকে বারুইপুর যাওয়ার সময় বলাখালিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । উলটে যায় বাসটি । ঘটনায় মৃত্যু হয় একজনের । গুরুতর আহত চার জন ।

পথ দুর্ঘটনা


বিষ্ণুপুর, 15 অক্টোবর : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । নাম শম্পা মণ্ডল(28) । আহত হয়েছে 14 জন । ঘটনায় গুরুতর আহত চার জন । বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । দক্ষিণ 24 পরগনার বলাখালির বাসিন্দা ।

মৃত শম্পা মণ্ডল

আজ আমতলা থেকে বারুইপুর যাওয়ার সময় বলাখালিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । উলটে যায় বাসটি । দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে । শুরু করে উদ্ধারকাজ । ঘটনায় মৃত্যু হয় একজনের । গুরুতর আহত চার জন । যার মধ্যে এক জন মহিলা ও এক জন শিশু আছে । অভিযোগ, আমতলা-বারুইপুর রুটের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ । তার জেরেই মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটে । আজও রাস্তার বেহাল দশার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে অভিযোগ স্থানীয়দের ।

এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণ আমতলা-বারুইপুর রুটে যান চলাচল বন্ধ থাকে । পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Intro:Body:আমতলা-বারুইপুর রোডে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবোঝাই বাস উলটে মৃত ১ জখম ১৪, গুরুতর ৪

বিষ্ণুপুর, ১৫ অক্টোবর
দক্ষিন ২৪ পরগনার আমতলা-বারুইপুর রোডের বলাখালিতে এস ডি ২৯ রুটের যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে মৃত্যু হল ১ মহিলার। পাশাপাশি যখম কমপক্ষে ১৪ থেকে ১৬ জন যাত্রী। যাদের মধ্যে ১ মহিলা ও ১ শিশু যাত্রী ছিল। আহতদের প্রত্যেককেই পুলিশ উদ্ধার করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। মৃতার নাম শম্পা মন্ডল (২৮)। বারুইপুর হাসপাতাল শম্পাদেবীকে মৃত বলে ঘোষনা করে। দূর্ঘটনায় ১ মহিলা ও ১ শিশুসহ গুরুতর জখম ৪। দূর্ঘটনার জেরে আমতলা বারুইপুর রোড যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। রাস্তার বেহাল দশার জেরেই ব্রেক কষলে এই দূর্ঘটনা অনুমান পুলিশের। Conclusion:
Last Updated : Oct 16, 2019, 5:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details