পশ্চিমবঙ্গ

west bengal

Gangasagar Mela 2023: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো

By

Published : Jan 16, 2023, 8:52 PM IST

Updated : Jan 16, 2023, 10:09 PM IST

শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)৷ এই পূণ্যস্নানে এসে লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে স্বজনদের থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে যান (Ham Radio) ৷ এই হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের ঘরে ফেরাতে এগিয়ে এসেছেন হ্যাম রেডিয়োর সদস্যরা ৷ পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা দিয়ে সাহায্য করছেন তাঁরা ৷

Gangasagar Mela 2023
পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো

পুণ্যার্থীদের ঘরে ফেরাতে এগিয়ে এসেছে হ্যাম রেডিয়ো

গঙ্গাসাগর, 16 জানুয়ারি: হারিয়ে যাওয়া মানুষকে আবারও স্বজন ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে অঘোষিতভাবে সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় 'হ্যাম রেডিয়ো' ৷ বিগত 24 বছর ধরে নিঃস্বার্থভাবে এই পরিষেবা দিয়ে আসছে (Missing persons return home with help of ham radio) ৷ সাধারণত যেকোনও রকমের বড় জমায়েতে হ্যাম রেডিয়ো কাজ করে থাকে ৷

প্রতি বছর গঙ্গাসাগর মেলায় পূণ্য অর্জনে এসে ভিড়ের মধ্যে স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান অনেকে পুণ্যার্থী (Gangasagar Mela in South 24 Parganas)। পুলিশ-প্রশাসন, মেলা কমিটির অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করেন । কেউ ফিরে পান ঘর, আবার কেউ আবার দিগ্‌ভ্রান্তের মতো ঘুরে বেড়ান ৷ কিন্তু ওঁরা খোঁজেন । বাতাসে ইথার তরঙ্গে ভর করে ওয়েস্টবেঙ্গল রেডিয়ো ক্লাবের 39 জন সদস্য মেলা শুরুর দিন থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া মানুষকে ঘরে ফিরিয়ে দিচ্ছেন। নেহাতই স্বেচ্ছাশ্রম আর শখের রেডিয়ো ব্যবহারের নেশা থেকে । এদের সকলেরই পরণে নীল রঙের টি-শার্ট, তাতে গোটা গোটা অক্ষরে লেখা ‘হ্যাম’। সবার হাতে একটা করে ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ওয়াকিটকি। কচুবেড়িয়া, লট ৮, নামখানা, চেমাগুড়িতে হোগলা পাতার ঘরে হ্যাম রেডিয়োর কন্ট্রোল রুম । মূল কন্ট্রোল রুমটি গঙ্গাসাগরে প্রশাসনিক কার্যালয়ের পাশে ।

গঙ্গাসাগর এলাকার অধিকাংশ অঞ্চলেই মোবাইল পরিষেবা অত্যন্ত দূর্বল ৷ ফলে অনেক সময়ই সমস্যার সৃষ্টি হয় ৷ তাই বহু ক্ষেত্রে প্রশাসনিক যোগাযোগেও সাহায্য করছে হ্যাম। গঙ্গাসাগরে এই নিয়ে 24 বছর হয়ে গেল ওয়েস্টবেঙ্গল রেডিয়ো ক্লাবের (Ham Radio)। পুলিশ বা জেলা প্রশাসনের ওয়্যারলেস ব্যবস্থা অনেক সময়েই গঙ্গাসাগর মেলায় কাজ করতে পারে না । দেখা যায় যানজট, কোথায় বেশি ভিড়, কেউ আহত হলে, জলের ট্যাঙ্ক ফাঁকা হল বা কল নষ্ট হয়ে গেলে সেই তথ্য প্রাশাসনের কাছে পৌঁছয় না ৷ এ সব তথ্যই প্রশাসন আর মেলা কমিটির কাছে দ্রুত পৌঁছচ্ছে হ্যাম রেডিয়ো মারফৎ ।

আরও পড়ুন :মৃত্যুর চার বছর পর স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের নিহতের পরিবারের, স্থগিত রায়

ওয়েস্টবেঙ্গল রেডিয়ো ক্লাবের কর্তা অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "গঙ্গাসাগর মেলায় এসে বহু পুণ্যার্থীরা আপনজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ৷ তাঁদের কে পুনরায় আমরা পরিবারের সঙ্গে মিলন ঘটাই । প্রতিদিন প্রায় 100 থেকে 150 জন মানুষকে তাঁদের পরিজনের কাছে ফিরিয়ে দিচ্ছি । যাঁদের বাড়ির লোকদের খোঁজ এখনও মিলছে না অথচ তাঁরা অসুস্থ, হাসপাতালে ভর্তি করানো হচ্ছে সেখানে অন্য কেউ দায়িত্ব নিতে না-চাইলে আমাদের সদস্যরা বন্ড সই করে তাঁদের হাসপাতালে ভর্তি করাচ্ছেন । কিন্তু প্রশাসন যদি তাঁদের সহযোগী হিসাবে আমাদের স্বীকৃতি দিত আরও উৎসাহ পেতাম ৷"

হ্যাম রেডিয়ো কী ?

হ্যাম রেডিয়ো হল ওয়াকিটকির মতো একটি বিশেষ ওয়্যারলেস ব্যবস্থা ৷ বিশেষ এলাকায় এবং জরুরি ভিত্তিতে কাজ করা হয় এই রেডিয়ো ব্য়াবহার করা হয় ৷ অধিকাংশক্ষেত্রেই দেখা যায় হ্যাম রেডিয়োর মাধ্যমে ঘোষণার পরেই হারিয়ে যাওয়া ব্যক্তি নিজেদের বাড়ি-ঘর খুঁজে পান ৷

Last Updated :Jan 16, 2023, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details