পশ্চিমবঙ্গ

west bengal

পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Jul 19, 2021, 3:48 PM IST

কোচবিহার জেলা তৃণমূল সভাপতির বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ৷ জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাবা তৃণমূল নেতার উপর কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁদের বাড়িতে গুলি চালানোর ঘটনাকে কেন রবীন্দ্রনাথ ঘোষ সাজানো ঘটনা বলে মন্তব্য করেছেন, সেই প্রশ্ন তোলেন জেলা তৃণমূল সভাপতির বাবা ৷

today Rabindranath Ghosh goes to TMCs coochbehar district president partha pratim roys house
পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার, 19 জুলাই : গতকাল কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ যে ঘটনার পর আজ জেলা তৃণমূল সভাপতির বাড়িতে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ আর তাঁকে দেখেই কার্যত নিজেের ক্ষোভ উগড়ে দিলেন পার্থপ্রতিম রায়ের বাবা সুরেশচন্দ্র রায় ৷ কেন রবীন্দ্রনাথ ঘোষ সংবাদমাধ্য়মে গুলি চালানোর ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছেন, তা জানতে চেয়ে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷

প্রসঙ্গত, রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ যে ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় কোচবিহারে ৷ কিন্তু, এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত একটি পোস্ট করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সামনে গোটা ঘটনাকে সাজানো বলে উল্লেখ করেন তিনি ৷ যা সামনে আসতেই তৃণমূলের মধ্যেই ক্ষোভ তৈরি হয় ৷ এমনকি আজ রাজ্যের তৃণমূল নেতৃত্ব কার্যত জোর করেই রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতির বাড়িতে পাঠায় ৷

তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতির বাড়িতে যান ৷ সেখানে তিনি পৌঁছতেই, পার্থপ্রতিম রায়ের বাবা সুরেশচন্দ্র রায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ কেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন, তা জানতে চেয়ে ক্ষোভ উগড়ে দেন ৷ যদিও এ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ কোনও মন্তব্য করতে চাননি ৷ পার্থপ্রতিম রায়ের বাড়ি থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ তিনি আরও অভিযোগ করেন, এর আগে জিরানপুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ এমনকি গ্রাম পঞ্চায়েতের অফিসেও লুঠপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়ের মধ্যে রাজনৈতিক সম্পর্ক কোনওদিন ভাল ছিল না ৷ গতকাল গুলি চলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মন্তব্য তারই বহিঃপ্রকাশ ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details