পশ্চিমবঙ্গ

west bengal

TMC Inner Clash: পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে মেখলিগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত কমপক্ষে 5

By

Published : Apr 23, 2023, 3:58 PM IST

Updated : Apr 23, 2023, 4:43 PM IST

রাস্তার কাজ নিয়ে তৃণমূলের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ৷ তাতে উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ ৷ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 5 জন ৷ তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷

TMC Inner Clash
মেখলিগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

মেখলিগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

কোচবিহার, 23 এপ্রিল:রাস্তার কাজ নিয়ে মেখলিগঞ্জের ভোটবাড়ির গোয়েন্দাপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ তাতে গুরুতর আহত কমপক্ষে 5। রবিবার দুপুরে এই এলাকায় একটি পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, ওই রাস্তা নির্মাণের এলাকায় পঞ্চায়েত সদস্য রেণু বেগমের ঘনিষ্ঠ মজিবর রহমানের জমি ছিল। এমতাবস্থায় রবিবার তাঁর অনুমতি ছাড়াই জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। সেই থেকেই অশান্তি শুরু ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পে দীর্ঘ 1 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ শুরু হয়েছে ৷ এদিন সকালে রাস্তার একটি বাঁকে জমি অধিগ্রহণ শুরু হলে কাজ আটকে দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রেণু বেগমের ঘনিষ্ঠ মজিবর রহমান নামে এক তৃণমূল কর্মী। মজিবরের অভিযোগ, তাঁকে না-জানিয়েই জমি দখল করে রাস্তার কাজ চলছে। সে রাস্তার নির্মাণকাজে বাধা দেওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে আসেন স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি আলতাফ হোসেন। শুরু হয় দু'পক্ষের বচসা। পরবর্তীতে তা হাতাহাতি ও রণক্ষেত্রের চেহারা নেয়।

বচসা চলাকালীন আলতাফের লোকজন বাঁশ নিয়ে মজিবর রহমান ও তাঁর লোকেদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ৷ পালটা প্রতিরোধ গড়ে তোলেন মজিবর ও তাঁর দলদল। আহত হয়েছেন খোদ মজিবর রহমান ৷ এছাড়াও আমির হোসেন, মজিবুল হক, আলতাফ হোসেন, মোস্তাফা হক রয়েছেন আহতদের তালিকায়। তাঁরা বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ ঘটনার পর থেকেই এলাকা থমথমে। পরিস্থিতি আপাতত শান্ত হলেও এলাকায় চলছে পুলিশ পিকেটিং। ঘটনাস্থল থেকে দু'পক্ষের 5 জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, এলাকায় পুলিশ রয়েছে। ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। সকাল 11টা 30 মিনিট নাগাদ রাস্তা নির্মাণের কাজ নিয়ে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ ঘটনায় 5 জন আহত হন ৷ তাঁরা জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Apr 23, 2023, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details