পশ্চিমবঙ্গ

west bengal

Loan for Coochbihar SHG groups: চলতি অর্থবর্ষে 846 কোটি টাকা ঋণ কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে

By

Published : Apr 10, 2022, 4:08 PM IST

চলতি অর্থবর্ষে কোচবিহারের (Coochbihar news) স্বনির্ভর গোষ্ঠীগুলোকে 846 কোটি টাকা ঋণ (Rs 846 crore loan sanctioned) দেওয়া হয়েছে (Loan for Coochbihar SHG groups) ৷

rs-846-crore-loan-sanctioned-for-coochbihar-shg-groups-in-2021-22-financial-year
চলতি অর্থবর্ষে 846 কোটি টাকা ঋণ কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে

কোচবিহার, 10 এপ্রিল: কোচবিহার (Coochbihar news) জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 2021-22 অর্থবর্ষে 846 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে (Loan for Coochbihar SHG groups)। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ঋণ দেওয়ার এই অঙ্ক কোচবিহারে সবচেয়ে বেশি বলে জেলা প্রশাসনের দাবি । এর ফলে 28 হাজার স্বনির্ভর গোষ্ঠীর লক্ষাধিক মানুষ এই ঋণের সুবিধা পাচ্ছেন ৷

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, গত অর্থবছরে 830 কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু 846 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে । এর ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলি আগামীতে ভাল কাজ করবে বলে আশা করা যায় । কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় সব মিলিয়ে 50 হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । তার মধ্যে 2021-22 অর্থবর্ষে 28 হাজার গোষ্ঠী ঋণ নিয়েছে । দেড় লক্ষ টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায় তারা ।

আরও পড়ুন:Ananta Maharaj-BJP relationship: গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ?

ব্যাঙ্ক ঋণের সুদের একটা বড় অংশ সরকার গোষ্ঠীগুলোকে আবার ফিরিয়ে দেয় । তার সঙ্গে গোষ্ঠীগুলি সমবেত ভাবে যে প্রজেক্টগুলি তৈরি করে, তাতে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয় । আবার সরকারি বিভিন্ন মেলায় তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য বিভিন্ন ভাবে সাহায্য করা হয় । মাছ চাষ থেকে শুরু করে পশুপালন, শীতল পাটি বানানোর প্রশিক্ষণ দেওয়া হয় । পরে ব্যাঙ্কের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয় ।

আরও পড়ুন:New Chairman Of Cooch Behar Municipality: কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

ABOUT THE AUTHOR

...view details