পশ্চিমবঙ্গ

west bengal

Partha Pratim Meet with Rabindranath : দ্বন্দ্ব ভুলে হাতে হাত ‘কাকা-ভাইপো’র, কোচবিহারে রবীন্দ্রনাথের বাড়িতে পার্থপ্রতিম

By

Published : Mar 15, 2022, 3:43 PM IST

দ্বন্দ্ব মিটিয়ে ফের একসঙ্গে পথচলার চেষ্টা শুরু কোচবিহার তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষের (Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar) ৷ আর সেই সূচনা করলেন পার্থপ্রতিম রায় নিজেই ৷ আজ সকালে তিনি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান ৷ সেখানে দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় ৷

Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar
Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar

কোচবিহার, 15 মার্চ : দীর্ঘদিন পর ‘কাকা-ভাইপো’র কথা হল কোচবিহারে । মঙ্গলবার কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় কাকা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে হাজির হন (Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar) ৷ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রবীন্দ্রনাথ ঘোষকে প্রণামও করেন জেলা তৃণমুল সভাপতি ৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয় ৷ আর এতেই রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি কোচবিহারে শাসকদলের নতুন সমীকরণ দেখা যাবে ? কোচবিহারে কি এবার কাকা-ভাইপোর বিরোধ মিটতে চলেছে ?

তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই পার্থপ্রতিম রায়ের রাজনীতিতে প্রবেশ ৷ পরবর্তীতে পার্থপ্রতিম রায় সাংসদ হন ৷ এর পর কোচবিহারে তৃণমূলের ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তৎকালীন সাংসদ পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করে, পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করে তৃণমূল ৷ রাজনৈতিক মহলের মতে, পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করার পিছনে তৎকালীন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের হাত ছিল ৷ এর পর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী পরাজিত হয় ৷ জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে ৷ জেলা সভাপতি করা হয় পার্থপ্রতিম রায়কে ৷

এর পর গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় পার্থপ্রতিম রায়কে ৷ যেখানে রবীন্দ্রনাথ ঘোষের প্রভাব রয়েছে ৷ অপরদিকে নাটাবাড়িতে প্রার্থী করা হয় রবীন্দ্রনাথ ঘোষকে ৷ এখানে পার্থপ্রতিম রায়ের বাড়ি ৷ সূত্রের খবর, দুই নেতাই চেষ্টা করছিলেন নির্বাচনে একে অপরকে হারাতে ৷ বিধানসভা নির্বাচনের ফল বেরলে দেখা যায় পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ দু‘জনই হেরেছেন ৷

আরও পড়ুন : Coochbehar Tmc Inner Clash : সুর নরম রবীন্দ্রনাথ-পার্থপ্রতিমের, কোচবিহারে কি ‘কাকা-ভাইপোর’ বিরোধ মিটতে চলেছে

বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় জেলার সভাপতির পদ থেকে পার্থপ্রতিম রায়কে সরিয়ে দেওয়া হয় ৷ তার মাস ছয়েক পর ফের কোচবিহার তৃণমূল সভাপতি পদে ফিরিয়ে আনা হয় পার্থপ্রতিম রায়কে ৷ আর ফের একবার কোচবিহারের সভাপতি হওয়ার পর পার্থপ্রতিম রায় বুঝে গিয়েছেন যে, জেলায় গোষ্ঠীবাজি করে টিকে থাকা যাবে না ৷ তাই তিনি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছেন বলে রাজনৈতিক মহলের ধারণা ৷ জেলা তৃণমূলের সভাপতি পদে দ্বিতীয়বার বসার পর ইতিমধ্যেই পার্থবাবু প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে মোবাইলে কথা বলেছিলেন ৷

আরও পড়ুন : TMC Inner Clash in Cooch Behar : জেলা সভাপতি পদে রদবদলের পরই ফের কোচবিহার তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ, আহত পাঁচ

তার পর এদিন সকালে হঠাৎ করেই পার্থপ্রতিম রায় রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান ৷ প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘নতুন জেলা সভাপতি হয়েছেন । একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার ৷’’ তবে কি কাকা-ভাইপোর বিরোধ মিটল ? এ প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ৷’’ অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ মতান্তর হতে পারে ৷ কখনও মনান্তর হয়নি ৷ তাই জেলা তৃণমূলের দায়িত্ব পেয়ে কাকার সঙ্গে দেখা করতে এসেছি। দলের স্বার্থে আমরা সবাই একসঙ্গে চলব ৷’’

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details