পশ্চিমবঙ্গ

west bengal

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পড়ুয়ার সংখ্যা বাড়ছে

By

Published : Apr 28, 2020, 11:15 PM IST

লকডাউনে বহু শিক্ষাকেন্দ্রেই অনলাইনে শুরু হয়েছে পঠনপাঠন। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আগ্রহ বাড়ছে জানাল কর্তৃপক্ষ।

increasing number of online students Panchanan
পঞ্চানন

কোচবিহার, 28 এপ্রিল: অনলাইন ক্লাসে আগ্রহ বাড়ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও। যতদিন যাচ্ছে ততই অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ছে। মঙ্গলবার একথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল কাদের সাফেলি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, লকডাউন শুরু হওয়ার দিনকয়েক আগেই কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ক্লাউড সার্ভার চালু হয়। এরপরই অনলাইন ক্লাসের প্রস্তুতি নেন কর্তৃপক্ষ। প্রত্যেক বিভাগের জন্যই এই ব্যবস্থা হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ও গেস্ট লেকচারার মিলিয়ে 80 জন শিক্ষক রয়েছেন। অন্যদিকে 2000 ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমশ অনলাইন ক্লাসের আকর্ষণ বাড়ছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে শিক্ষক-শিক্ষিকারা স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল জমা দিচ্ছেন। সেগুলো ওয়েবসাইটের নির্দিষ্ট বিভাগে আপলোড করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি বিভাগের ছাত্র-শিক্ষকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে।

লকডাউনে পঠনপাঠনে এগিয়ে থাকতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এদিকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কয়েকটি কলেজেও অনলাইন ক্লাস শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ৷

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল কাদের সাফেলি বলেন, "লকডাউন শুরু হওয়ার আগেই ক্লাউড সার্ভার চালু হয়েছিল। আমরা ডিপার্টমেন্ট অনুসারে স্পেস নির্দিষ্ট করি। অনলাইন ক্লাসে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে।"

ABOUT THE AUTHOR

...view details