পশ্চিমবঙ্গ

west bengal

Cooch Behar Panchanan Barma University : কোচবিহারে চালু হচ্ছে কমিউনিটি রেডিও

By

Published : May 27, 2022, 11:04 PM IST

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে কমিউনিটি রেডিও (Cooch Behar Panchanan Barma University) ৷ ইতিমধ্যেই প্রয়োজনীয় সব জায়গা থেকে অনুমতিপত্র এসে গিয়েছে ৷ অপেক্ষা 30 মে-র ৷

Cooch Behar Panchanan Barma University
কোচবিহারে চালু হচ্ছে কমিউনিটি রেডিও

কোচবিহার, 27 মে :চালু হচ্ছে কমিউনিটি রেডিও ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেবকুমার মুখোপাধ্যায় (Community Radio Cooch Behar will be launched on May 30 at Panchanan Barma University)। এর জন্য প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে টাওয়ার, ট্রান্সফর্মার-সহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বসানো হচ্ছে ৷ ইতিমধ্যেই এই রেডিও চালুর জন্য প্রসার ভারতীর অনুমোদন পেয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, "আগামী 30 মে এই সন্ধিক্ষণ । ওইদিনই রেডিও কোচবিহার চালু হচ্ছে ।"

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চালু হয় । সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্সও চালু করা হচ্ছে । ইতিমধ্যে খলিসামারিতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে । পাশাপাশি রাজার শহরে নিজস্ব বেতার 'রেডিও কোচবিহার' নামে 98.6 এফএম রেডিও শোনা যাবে । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 10 কিমি ব্যাসার্ধের মধ্যে এই রেডিওর অনুষ্ঠান শুনতে পাবেন বাসিন্দারা ।

আরও পড়ুন :মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন কমিউনিটি রেডিয়োর

এই রেডিওর মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি স্থানীয় কৃষি-শিল্প-সমাজ সচেতনমূলক অনুষ্ঠানও সম্প্রচারিত হবে (Community Radio Cooch Behar)। এতে স্থানীয় কৃষিজীবী মানুষ যেমন উপকার পাবেন তেমনই শিল্পোদ্যোগীরাও উপকৃত হবেন । সেই সঙ্গে স্থানীয় অঞ্চলের ভাওয়াইয়া সংস্কৃতি তুলে ধরা হবে ।

কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি রেডিও চালু প্রসঙ্গে উপাচার্যের মন্তব্য

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এর জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা করে স্টুডিও তৈরি করা হয়েছে । এই ধরনের কমিউনিটি চালু করতে গেলে প্রসার ভারতীর অনুমতি নেওয়ার পাশাপাশি সামরিক বাহিনী, পুলিশ, এয়ারপোর্ট অথরিটি-সহ বেশ কিছু জায়গা থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগে । সেগুলো সবই পাওয়া গিয়েছে । এই কমিউনিটি রেডিও চালু হলে জেলার লোকসংস্কৃতির যেমন তুলে ধরা যাবে তেমনই শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে রেডিও কোচবিহার একটা বিশেষ ভূমিকা নেবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ।

আরও পড়ুন :Ham Radio : হ্য়াম রেডিয়োর উদ্যোগে চার বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details