পশ্চিমবঙ্গ

west bengal

রথযাত্রার অনুমতি না-পেয়ে ধুন্ধুমার, পুণ্ডিবাড়িতে থানায় বিক্ষোভ বিজেপির

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 2:49 PM IST

Chaos in Pundibari amidst BJP Rathyatra: এলাকার মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পাচ্ছেন কি না, তা জানতে রথযাত্রার আয়োজন করে বিজেপি ৷ সোমবার সেই রথযাত্রা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে ৷

ETV Bharat
বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা

কোচবিহারের পুণ্ডিবাড়িতে বিজেপির রথযাত্রা ঘিরে তুমুল উত্তেজনা

পুণ্ডিবাড়ি, 13 ডিসেম্বর: রথযাত্রা কর্মসূচির অনুমতি না দেওয়ায় কোচবিহার 2 নম্বর ব্লকের পুণ্ডিবাড়িতে পথ অবরোধ করল বিজেপি ৷ স্থানীয় সূত্রে খবর, বুধবার বিজেপি নেতা-কর্মীরা যখন মিছিল করে থানায় বিক্ষোভ দেখাতে যান, সেই সময় পথে তৃণমূল কার্যালয়ের সামনে দু'পক্ষ মুখোমুখি হয় ৷ এর ফলে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ তবে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় বড় কোনও গণ্ডগোল হয়নি ৷

পরে অবশ্য পুণ্ডিবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা ৷ এই ঘটনার জেরে কোচবিহার-মাথাভাঙা এবং কোচবিহার-সোনাপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ কোচবিহারে বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় এ প্রসঙ্গে বলেন, "কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের পাওয়ার কথা ৷ সেগুলি তারা পাচ্ছে কি না, সে সব জানানোর জন্যই রথযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ পুলিশ তৃণমূলের দলদাস ৷ তারা অনুমতি দেয়নি ৷ এবং আজ তৃণমূলের সঙ্গে একজোট হয়ে বাধার সৃষ্টি করে ৷ আমরা এই রথ বের করবই ৷ জেলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে এই রথ ঘুরবে ৷"

অন্যদিকে, তৃণমূলের কোচবিহার-2 নম্বরের ব্লক সভাপতি সজল সরকার বলেন, "বাংলার মানুষ 100 দিনের কাজ করার পরেও টাকা পাচ্ছে না ৷ আবাস যোজনার টাকা পাচ্ছে না ৷ আর বিজেপি রথযাত্রা বের করে ভোটের আগে মানুষকে ভাঁওতা দিচ্ছে ৷ তাই প্রতিবাদ জানানো হচ্ছে ৷"

গত সোমবার থেকেই বিজেপির রথযাত্রা বাতিল করার জন্য তৃণমূল বিরোধিতা করে বলে অভিযোগ ৷ ওইদিন দুপুরে হঠাৎ রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা ৷ এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পাশাপাশি আরও অভিযোগ, সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টারে কালি ছেটান একদল তৃণমূল কর্মী ৷

নিউ কোচবিহার এলাকায় পুলিশের সামনেই বিজেপির রথযাত্রা উপলক্ষে যে গাড়ি সাজানো হয়েছিল, সেখানে থাকা প্রধানমন্ত্রীর পোস্টারে কালি ছেটানো হয় ৷ যদিও সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয় ৷ এরপর ওইদিন কর্মসূচি বাতিল হয়ে যাওয়ার পর আজ কর্মসূচি হওয়ার কথা ছিল ৷ কিন্তু এ দিন ফের গণ্ডগোল দেখা দেওয়ায় বিজেপি থানার সামনে বিক্ষোভ দেখায় ৷

আরও পড়ুন:

  1. বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে তৃণমূলের বিক্ষোভ, নরেন্দ্র মোদির পোস্টারে কালি ছেটানোর অভিযোগ
  2. পথ ভুলে ভারতে মানসিক ভারসাম্যহীন যুবক, সোশাল মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ ফিরলেন নয়ন
  3. তৃণমূলের উপর হামলা হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে, নিশীথের পাড়ায় হুমকি উদয়নের

ABOUT THE AUTHOR

...view details