পশ্চিমবঙ্গ

west bengal

Businessman Kidnaping Controversy: ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, তৃণমূলের তির বিজেপি নেতার দিকে

By

Published : May 9, 2023, 10:50 PM IST

ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে ৷ তৃণমূলের এই অভিযোগকে অস্বীকার করেছেন অজয় রায় ৷

Businessman kidnaping
ব্যবসায়ীকে অপহরণ

ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

কোচবিহার, 9 মে: টাকা পয়সা নিয়ে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । আটক করা হয়েছে একটি চারচাকা গাড়িও । এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কোচবিহারে। তৃণমূলের অভিযোগ, ঘটনার সময় দুটো গাড়ি ব্যবহার করা হয়েছিল । তার মধ্যে একটি গাড়িকে পুলিশ আটক করলেও অপর গাড়িটি পালিয়ে যায় । পালিয়ে যাওয়া সেই গাড়িটি বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের বলে তৃণমূলের দাবি ।

শাসকদলের আরও অভিযোগ, ঘটনার সময় অজয় রায় ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ছিলেন সেখানে । অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ পাশাপাশি তৃণমূলের কোচবিহার শহর ব্লক সভাপতি দিলীপ সাহা অভিযোগ দায়ের করেন থানায় । এ দিকে গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পর পর তিনটি পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রথম পোস্টে তিনি লেখেন, "ডাকাতির জন্য কি কেন্দ্রীয় বাহিনীর সহায়তা পাওয়া যায়? " পরের পোস্টে একটি চারচাকা গাড়ির ডিটেইলস দিয়ে লেখেন, " গুঞ্জবাড়িতে ডাকাতি করতে গিয়ে সিআইএসএফ জওয়ান-সহ দুষ্কৃতীরা যে গাড়ি করে পালায়, সার্চ করে তার ডিটেলস পাওয়া গিয়েছে ।" সেই গাড়িটির মালিক অজয় রায় ৷ পরে মন্ত্রী আর একটি পোস্টে বলেন, " লালমোহন বাবু থাকলে লিখতেন গুঞ্জবাড়ির গুপ্ত রহস্য।"

এই ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "এলাকার লোকজন বলছে ঘটনার সময় চারচাকা গাড়ি ছিল এবং পরবর্তীতে ওই গাড়িটির নাম্বার সার্চ করে দেখা গিয়েছে, কোনও এক অজয় রায় ওই গাড়ির মালিক । গোটা বিষয়টি পুলিশের তদন্ত করে দেখা উচিত ।" যদিও গোটা বিষয়টি নিয়ে বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় বলেন, "ভিত্তিহীন অভিযোগ । রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরণের অভিযোগ তোলা হচ্ছে । পুলিশ তদন্ত করে দেখলেই সবটা পরিষ্কার হবে ।" কোচবিহারের পুলিশ সুপার সুমিতকুমার বলেন, "গুঞ্জবাড়ির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে । একটি গাড়ি আটক করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

আরও পড়ুন:নির্দল হয়ে দাঁড়ালে পাঁচ বছরে যা খেয়েছেন ফেরত দিতে হবে", দলীয় নেতাদের হুঁশিয়ারি উদয়নের

ABOUT THE AUTHOR

...view details