পশ্চিমবঙ্গ

west bengal

Bangladeshi woman arrested by BSF: ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে কোচবিহারে ঢুকে গ্রেফতার বাংলাদেশি যুবতী

By

Published : Jan 16, 2022, 2:21 PM IST

ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে কোচবিহারে ঢুকতে গিয়ে বিএসএফ-এর হাতে গ্রেফতার হলেন বাংলাদেশি যুবতী (Bangladeshi woman arrested by BSF) ৷

Bangladeshi woman arrested at Coochbihar while entering India to meet her facebook friend
ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে কোচবিহারে, গ্রেফতার বাংলাদেশি যুবতী

দিনহাটা, 16 জানুয়ারি: সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন । দীর্ঘদিন ধরেই মোবাইলে চলছে ভাব ভালবাসা । তবে, তাতে কি আর বেশিদিন মন ভরে ? তাই এবার আর মোবাইলে নয়, ভালবাসার মানুষের টানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভিনদেশে পাড়ি দিলেন প্রেমিকা (woman enters India to meet her facebook friend) ৷ তবে অবৈধ ভাবে প্রবেশের জন্য কোচবিহারে বিএসএফ-এর হাতে ধরা পড়ে যান বাংলাদেশি যুবতী (Bangladeshi woman arrested)।

শনিবার বিকেলে দিনহাটা (Coochbihar news) দিয়ে ভারতে ঢুকতেই নাজিরহাট-2 গ্রাম পঞ্চায়েতের দীঘলটারি সীমান্তে ওই যুবতীকে আটক করে বিএসএফ । এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । রবিবার তাঁকে দিনহাটার বিশেষ আদালতে তোলার কথা ।

আরও পড়ুন:Howrah Extramarital Affair Case : প্রেমিকদের সঙ্গে আসানসোল থেকে আটক হাওড়ার নিশ্চিন্দার দুই গৃহবধূ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বগুড়া জেলার ওই যুবতীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কোচবিহার জেলার তুফানগঞ্জের এক যুবকের (Bangladeshi girl friend Indian boy friend)। পরবর্তীতে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয় । কিন্তু তাঁদের এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথে নাকি বাঁধা হয়ে দাঁড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ।

আরও পড়ুন:লকডাউনের সুযোগে প্রেমিকাকে নিয়ে পালানোর সময় পুলিশের জালে প্রেমিক

পুলিশের কথায়, ভার্চুয়াল দেখা সাক্ষাতেই থেমে না থেকে ভালবাসার টানে শনিবার বিকেলে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দীঘলটারি দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই যুবতী ৷ সেখানেই বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন (Bangladeshi woman arrested by BSF)। এরপর বিএসএফ-এর জওয়ানরা বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন । কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন, ওই মহিলাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details