পশ্চিমবঙ্গ

west bengal

AKSU Protest: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজবংশীদের অপমান করার অভিযোগ তুলে পথ অবরোধ আকসুর

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 5:32 PM IST

AKSU blocks Road in Cooch Behar: গত সোমবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ সেই দিবস পালনের মঞ্চ থেকে রাজবংশীদের অপমান করার অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ শুক্রবার প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন ৷

AKSU Protest
AKSU Protest

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজবংশীদের অপমান করার অভিযোগ তুলে পথ অবরোধ আকসুর

কোচবিহার, 31 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী জনজাতি নিয়ে 'অপমানসূচক' মন্তব্য করেছেন বলে অভিযোগ । সেই অভিযোগ তুলে বৃহস্পতিবার অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন (আকসু)-এর পক্ষ থেকে কোচবিহারের মাথাভাঙা-2 ব্লকের ঘোকসাডাঙা থানার অন্তর্গত গুমনিহাট বাজার এলাকায় পথ অবরোধ করা হয় । পুলিশ পথ অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়ায় । আটক করা হয় 18 জন আন্দোলনকারীকে ।

এ দিন সকাল 11টা নাগাদ সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও ওই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলেই পথ অবরোধ করেন সংগঠনের নেতৃত্বরা । অবরোধ চলাকালীন ঘোকসাডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে ৷ পরে পুলিশ আন্দোলনকারীদের আটক করে ও অবরোধ তুলে দেয় ।

কোচবিহারে আকসুর অবরোধে উত্তেজনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় 18 জনকে আটক করা হয়েছে । অবরোধে আটকে পড়েন বিজেপি বিধায়ক মালতি রাভা ৷ তিনিও কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে । কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের নেতা কৌশিক বর্মন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজবংশীদের অপমান করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে । নতুবা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।’’ বিজেপি বিধায়ক মালতি রাভা বলেন, ‘‘রাজবংশীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা কখনও মেনে নেওয়া যায় না । মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া । ছাত্রদের এই আন্দোলনকে আমি সমর্থন করি ।’’

কোচবিহারে আকসুর অবরোধে উত্তেজনা

প্রসঙ্গত, এই ইস্যুতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন । ক্ষমা না চাইলে প্রয়োজনে রাজ্য সরকারের দেওয়া রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও রাজবংশী সাংস্কৃতিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদ ছেড়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন বংশীবদন বর্মন । তারপর অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নও এই নিয়ে পথ অবরোধ কর্মসূচি করল ৷

আরও পড়ুন:রাজবংশীদের নিয়ে অপমানসূচক মন্তব্য ! মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি গ্রেটার নেতার

ABOUT THE AUTHOR

...view details