পশ্চিমবঙ্গ

west bengal

9টি কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞার সময়সীমা এগোল

By

Published : May 16, 2019, 8:34 PM IST

Updated : May 16, 2019, 9:18 PM IST

নির্বাচনের প্রচার শেষের সময়সীমা এগিয়ে আনার পাশাপাশি 9টি কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশন বন্ধের সময়সীমাও এগিয়ে আনা হল । আজ রাত রাত 10টা থেকে 9টি কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা জারি ।

ছবিটি প্রতীকী

কলকাতা, 16 মে : রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে প্রচার শেষের সময়সীমা এগিয়ে আনা হয়েছে । একইভাবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে মদ বিক্রি ও পরিবেশন বন্ধের সময়ও এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে । আজ রাত 10টার পর থেকে 9টি লোকসভা কেন্দ্রে মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না । আগামী রবিবার ভোট প্রক্রিয়া চলা পর্যন্ত এই বিধিনিষেধ লাগু থাকবে । আবগারি দপ্তর এই নির্দেশিকা জারি করেছে ।

আগামী রবিবার রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট । নিয়ম অনুযায়ী, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত রাজনৈতিক দলগুলি প্রচার করতে পারত । তারপর থেকে সংশ্লিষ্ট 9টি লোকসভা কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশন বন্ধ থাকত। কিন্তু, রাজ্যের আইনশৃঙ্খলার পরিবর্তিত পরিস্থিতিতে প্রচার শেষের সময়সীমা এগিয়ে আনে নির্বাচন কমিশন । জানানো হয়, আজ রাত 10টা পর থেকে লোকসভা ভোটের সপ্তম দফার প্রচার বন্ধ থাকবে । সংবিধানের 324 ধারা প্রয়োগ করে এই বিশেষ নির্দেশ দেয় নির্বাচন কমিশন ।

আজ রাত থেকেই ওই 9টি লোকসভা কেন্দ্রে মদ বিক্রি ও পরিবেশন বন্ধের উপর নির্দেশ দেয় নির্বাচন কমিশন । তারপর আবগারি দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, ওই 9টি কেন্দ্রের হোটেল, রেস্তরাঁ, ধাবা, টুরিস্ট লজ, দোকান সহ সমস্ত পাবলিক ও প্রাইভেট প্লেসে মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না । রবিবার ভোট পর্ব চলা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে । অন্যদিকে, রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য সেই এলাকাগুলিতে শনিবার বিকেল পাঁচটা থেকে মদ বিক্রি বন্ধ থাকবে ।

নির্দেশিকা
Intro:কলকাতা, ১৬ মে: আজ রাত দশটায় শেষ হয়ে যাচ্ছে এজাজ এর জন্য শেষ হয়ে যাচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচার। সেই সঙ্গে লাগু হয়ে যাচ্ছে বেশ কিছু বিধি নিষেধ। নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের আবগারি দপ্তরের কাছে পৌঁছেছে সেই সংক্রান্ত নির্দেশ। আজ রাত ১০ টা থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে নয় কেন্দ্রের সমস্ত মদের দোকান। Body:কমিশনের নির্দেশ পাওয়ার পরেই আবগারি দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। যাতে বলা হয়েছে আজ রাত দশটার পর থেকে এই এলাকায় শুধুমাত্র মদের দোকান নয়, যে কোন বার, ক্লাব, পাব সহ যেকোনো জায়গাতেই মদ বিক্রি করা যাবে না। ফাইভ স্টার হোটেল গুলোতে বন্ধ রাখতে হবে বার। দেশি মদের সব দোকানও বন্ধ রাখতে হবে।Conclusion:4 বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে নিয়ম টা একটু আলাদা হবে। আগামীকাল সন্ধ্যা ছয়টার পর থেকে ওই এলাকায় বন্ধ রাখতে হবে মদের দোকান। মুর্শিদাবাদের 2 কেন্দ্রের উপ নির্বাচনের ক্ষেত্রে শনিবার থেকে কুড়ি মেয়ে ভোট শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মদ বিক্রি।
Last Updated :May 16, 2019, 9:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details