পশ্চিমবঙ্গ

west bengal

Post poll violence case: খুন হওয়া বিজেপি নেতার ছেলে-নাতির প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার

By

Published : Dec 3, 2021, 2:50 PM IST

Post poll violence case: poster threatening life of murdered bjp leader's son and grand son
খুন হওয়া বিজেপি নেতার ছেলে-নাতির প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার ()

ভোট পরবর্তী হিংসা মামলায় (Post poll violence case) বীরভূমের জাকির হোসেন খুনের (BJP leader killed) তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI investigation)। এরই মধ্যে খুন হওয়া বিজেপি নেতার ছেলে (murdered BJP leader son) ও নাতিকে খুনের হুমকি দিয়ে গ্রামে পোস্টার (poster threatening life) পড়ল ৷

মল্লারপুর, 3 ডিসেম্বর: ভোট পরবর্তী হিংসা মামলায় (Post poll violence case) বীরভূমের কোট গ্রামের জাকির হোসেন খুনের (BJP leader killed) তদন্ত করছে সিবিআই (CBI investigation)। তদন্ত চলাকালীনই খুন হওয়া বিজেপি নেতার ছেলে (murdered BJP leader son) ও নাতিকে খুন করার হুমকি দিয়ে গ্রামের দেওয়ালে পোস্টার (poster threatening life) পড়েছে ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

গত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে জাকির হোসেন নামে এক বিজেপি নেতাকে দিনে-দুপুরে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে ।

আরও পড়ুন:Police to install CCTV : ক্রমাগত হুমকি ! কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর বাড়ির চারপাশে বসছে সিসিটিভি

এরই মাঝে আজ সকালে কোট গ্রামে বেশ কিছু পোস্টার নজরে আসে গ্রামবাসীদের । সাদা কাগজে নীল কালিতে হাতে লেখা পোস্টার । সেই পোস্টারে লেখা রয়েছে "জাকির মার্ডারে বিনা দোষে জেল খাটছি । শুধুমাত্র জামিনটা হতে দে । তারপর তোর সামনে তোর ছেলেকে কচুকাটা করব ।" তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয় ।

আরও পড়ুন:Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একটি এফআইআর সিবিআইয়ের

মৃত জাকির হোসেনের ছেলে নাসিমউদ্দিন শেখ এই পোস্টারের কথা জানিয়ে পুলিশে অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, "আজ আমার ও আমার ছেলেকে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ছে গ্রামে । বিষয়টি আমি মল্লারপুর থানার ওসিকে মৌখিকভাবে জানাই । উনি আমাকে লিখিত অভিযোগ জমা দিতে বলেছেন । আমি লিখিত অভিযোগ জমা দিচ্ছি ।"

আরও পড়ুন:Post Poll Violence : বিজেপি কর্মীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বর্ধমানে সিবিআই

ABOUT THE AUTHOR

...view details