পশ্চিমবঙ্গ

west bengal

Locket at Santiniketan: গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কিতে শান্তিনিকেতনের গ্রামে ঢুকতে পারলেন না লকেট

By

Published : Sep 21, 2022, 2:25 PM IST

Updated : Sep 21, 2022, 3:48 PM IST

locket-chatterjee-protests-at-santiniketan-ps-in-child-murder-incident
গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কিতে শান্তিনিকেতনের গ্রামে ঢুকতে পারলেন না লকেট ()

নিখোঁজ শিশুর খুনের (Child murder incident) ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা (Locket at Santiniketan)৷

বোলপুর, 21 সেপ্টেম্বর:বিধানসভায় দাঁড়িয়ে আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Protest)৷ শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় বিধানসভায় তুমুল হই-হট্টগোল ও ওয়াক-আউটের পর জানিয়েছিলেন যে, দলের তরফে প্রতিনিধিরা মৃত শিশুর (Child murder incident) পরিবারের সঙ্গে দেখা করতে যাবে ৷ সেই মতোই আজ বোলপুরে গিয়েছেন বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা । শান্তিনিকেতনের (Locket at Santiniketan) মোলডাঙা গ্রামে নিঁখোজ শিশুর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা । এ দিন লকেট চট্টোপাধ্যায়কে পুলিশের সামনে গো ব্যাক স্লোগান দিয়ে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ ধাক্কাধাক্কিতে গ্রামে ঢুকতে পারেননি বিজেপি সাংসদ ৷

গো ব্যাক স্লোগান লকেটকে

এ দিন বিধানসভার অধিবেশনেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন শান্তিনিকেতনের শিশু খুনের প্রসঙ্গ ৷ বাগুইআটি থেকে বোলপুর, যে ভাবে পর কিশোর ও শিশুকে খুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি ৷ অধ্যক্ষ সেই দাবি মেনে না নেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ এরপর তাঁরা বিধানভা থেকে ওয়াক-আউট করে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিধানসভার বাইরেও ওই শিশুর ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন:শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির

শুভেন্দু জানান, দলের তরফে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ওই শিশুর পরিবারের কাছে যাওয়া হচ্ছে ৷ বিধানসভার অধিবেশন শেষ হলে, দলীয় বিধায়কদের প্রতিনিধিরাও শান্তিনিকেতনের শিশুর বাড়িতে যাবে বলে জানান তিনি ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

Last Updated :Sep 21, 2022, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details