পশ্চিমবঙ্গ

west bengal

Illambazar Deprived of Development: দুয়ারে পৌঁছে গিয়েছে সরকার, তবু উন্নয়ের আলো দেখেনি ইলামবাজার

By

Published : Nov 28, 2021, 3:37 PM IST

In Mamata Banerjees West Bengal Illambazar Deprived of Development

মেলেনি আবাস যোজনার বাড়ি (Pradhan Mantri Awas Yojana) ৷ আবার পুরো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ায় নির্মাণকার্য অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ৷ বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মত সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত বড় অংশের মানুষ ।

ইলামবাজার, 27 নভেম্বর: উন্নয়নের আলো থেকে বঞ্চিত ইলামবাজার জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলি ৷ মেলেনি আবাস যোজনার বাড়ি (Pradhan Mantri Awas Yojana) ৷ আবার পুরো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ায় নির্মাণকার্য অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ৷ বার্ধক্যভাতা, বিধবাভাতার মত সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত বড় অংশের মানুষ । এমন অবস্থায় ইলামবাজারের (Illambazar Deprived of Development) বাসিন্দাদের জীবনযাত্রার খোঁজ নিল ইটিভি ভারত ৷

বোলপুরে ইলামবাজারে অজয় নদের তীর বরাবর বিস্তীর্ণ জঙ্গল । মূলত শাল, সেগুনের এই জঙ্গলের মধ্যেই ছোট ছোট আদিবাসী অধ্যুষিত আমখই, জামবনি, মুর্গাবনি, ধল্লা, রঘুনাথপুর-সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে । এক একটি গ্রামে কমবেশি 60 থেকে 80টি পরিবারের বাস ৷ কিন্তু প্রায় সকলেই মাটি, তাল-খেঁজুড়ের পাতা দিয়ে তৈরি বাড়িতে বাস করছেন ।

আরও পড়ুন:Anubrata Criticise Dilip : দিলীপকে নন-সেন্স বললেন অনুব্রত

কিন্তু পরিবারগুলিকে এই পরিস্থিতি থেকে বার করে আনার ব্যাপারে উদাসীন প্রশাসন । কথা উঠতেই তাই আক্ষেপ উগরে দেন সকলেই । জানান, আবাস যোজনায় সিংহভাগ মানুষই এখনও বাড়ি পাননি । কয়েক জনের অ্যাকাউন্টে যা-ও বা টাকা ঢুকেছে, তা পুরো নয় । ফলে বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে অনেকেরই । বয়স্ক মানুষকদের খুব কম জনই বার্ধক্যভাতা, বিধবাভাতার সুবিধা পেয়েছেন ।

দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে সরকার, ইলামবাজার তবু উন্নয়ের আলো থেকে বঞ্চিতই

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুধু রেশনটুকুই জোটে । অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা এসে পৌঁছয়নি জঙ্গলমহলে । তাই জরাজীর্ণ মাটির বাড়ি, তাল-খেঁজুড় পাতার ছাউনি এবং বেড়ায় ঘেরা বাড়িতেই দিন কাটছে । তাঁদের সাফ কথা, ইলামবাজারের জঙ্গলমহলের গ্রামগুলিতে সঠিক সময়ে কেবলমাত্র সূর্যালোকটুকুই পৌঁছয়, উন্নয়ন নয় ৷

আরও পড়ুন:Biman Basu on Modi-Mamata : "ধান্দার ধনতন্ত্রের পৃষ্ঠপোষক মোদি ও মমতা", শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রসঙ্গে বিমান বসু

গ্রামের বাসিন্দা লক্ষ্মী হেমব্রম, লক্ষ্মণ কিস্কু, সুদীপ্তা হেমব্রম, গীতা হাঁসদা, লক্ষ্মী সরেনরা বলেন, ‘‘সরকারি কোনও সুযোগ সুবিধা পাই না ৷ তাই আমাদের বাড়িঘরের এই রকম অবস্থা ৷’’ ইলামবাজার ব্লকের বিডিও জসিমউদ্দীন মণ্ডল অবশ্য বলেন, ‘‘সরকারি প্রকল্পের সুবিধা সকলের জন্য ৷ যদি কেউ বঞ্চিত হয়ে থাকে আমরা সেই বিষয়টা দেখছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details