পশ্চিমবঙ্গ

west bengal

Amartya Sen Land Dispute: বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ, অমর্ত্য সেনের পাশে মার্কিন নোবেলজয়ী

By

Published : Jun 10, 2023, 6:49 AM IST

Updated : Jun 10, 2023, 7:05 AM IST

বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সমর্থনে স্বাক্ষর করেছেন দেশের অধ্যাপক, বিশিষ্ট ব্যক্তিরা ৷ সই করেছেন মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার একলর্ফও ৷ তিনিও নোবেলজয়ী ৷

ETV Bharat
অমর্ত্য সেন

বোলপুর, 10 জুন: জমি সংক্রান্ত বিবাদে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমি বিতর্ক এখনও চলছে। এই বিবাদের রেশ এবারর দেশ ছাড়িয়ে পৌঁছল বিদেশেও ৷ অমর্ত্যরর পাশে দাঁড়ালেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ আর্থার একলর্ফ ৷

ইতিমধ্যে এই জমি বিবাদে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ৷ পদাধিকার বলে তিনি বিশ্বভারতীর পরিদর্শক ৷ রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন বাংলা, ভারত-সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে ঠাকুর পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ দেশ-বিদেশের মোট 302 জন বিদ্বজ্জনে এবার প্রবীণ অর্থনীতিবিদের পাশে এসে দাঁড়িয়েছেন ৷

অমর্ত্য সেনের জমি বিবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 'জমি কব্জাকারী' ৷ এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দেশে তো বটেই বিদেশেও সমালোচিত হয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ 'ভারতরত্ন' অমর্ত্য সেনের শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে জমি খালি করার নোটিশ লাগিয়েছেন বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের আধিকারিকরা ৷ সেটাও আলাদা করে অস্বস্তি তৈরি করেছে।

এই জমি বিতর্কে বিশ্বভারতীর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য ও আরও অনেকে ৷ 'ভারতের গণতন্ত্রের লজ্জা' লিখে টুইট করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু ৷ প্রতিবাদ করেছেন অর্থনীতিবিদ জয়তী ঘোষ । উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব হয়ে ভারতের রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করছেন মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কিকে ৷

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ আর্থার একলর্ফের স্বাক্ষর

আরও পড়ুন: 13 শতক জমি কার ? অমর্ত্যর বাড়িতে সরেজমিনে তদন্তে ভূমি-সংস্কার দফতর ও বিশ্বভারতী

2001 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান জর্জ আর্থার একলর্ফ ৷ রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি ছাড়াও স্বাক্ষর করেছেন প্রাক্তন আমলা তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার, ইংল্যান্ডের অলিস্টার বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ভুবনেশ্বর, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজ, বোলপুর কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অফ ইকনমিক্সের অধ্যাপকরা ৷

Last Updated : Jun 10, 2023, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details