পশ্চিমবঙ্গ

west bengal

Lecture on Kali in Visva Bharati: বিশ্বভারতীতে 'কালী পুজোর ধারণা' নিয়ে আলোচনা সভা ঘিরে বিতর্ক

By

Published : Jul 22, 2022, 9:47 AM IST

Controversy over lecture on Goddess Kali which is arranged by Visva Bharati University

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 'কালী পুজোর ধারণা' নিয়ে আলোচনা সভার আয়োজনকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠল (Lecture on Kali in Visva Bharati)৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমলোচনার ঝড় ৷

শান্তিনিকেতন, 22 জুলাই: ব্রহ্ম উপাসনার পীঠস্থান বিশ্বভারতীতে আলোচনা সভার বিষয়বস্তু 'কালী পুজোর ধারণা', আর তাই নিয়েই শুরু হল নয়া বিতর্ক (Lecture on Kali in Visva Bharati)৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আলোচনা সভা আয়োজনের বিজ্ঞপ্তি দেওয়ার পরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উঠেছে সমালোচনার ঝড় ৷ ক্ষোভ উগড়ে দিয়েছেন রবীন্দ্র অনুরাগী মানুষজন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন । পরবর্তীতে সেই রীতি ধরে রেখে সেখানে গুরুদেব বিশ্বভারতী স্থাপন করেন ৷ সেই বিশ্ববিদ্যালয়ে মা কালী পুজো প্রসঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই নিয়েই বিতর্ক তুঙ্গে (Controversy over lecture on Goddess Kali)।

25 জুলাই বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে "কালী পুজোর ধারণা" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । সেখানে বক্তব্য রাখবেন কলকাতার আলমবাজার মঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সারদাত্মানন্দজি মহারাজ । উপস্থিত থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও ।

আরও পড়ুন:ছাত্র আন্দোলনের জের, বসন্তোৎসব বাতিল করল বিশ্বভারতী

উল্লেখ্য, আজও প্রতি বুধবার ও বিশেষ দিনে শান্তিনিকেতনের উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা হয় ৷ সেই বিশ্ববিদ্যালয়ে কালী পুজোর রীতি নিয়ে আলোচনা সভা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে ৷ অনেকেরই প্রশ্ন, পড়াশোনার বাইরে কেন এই আলোচনা সভা হবে বিশ্বভারতীর মতো একটি প্রতিষ্ঠানে ? কেউ কেউ বলছেন, এই আলোচনা প্রতিষ্ঠান বিরোধী । কর্তৃপক্ষের তরফে আলোচনা সভার বিজ্ঞপ্তি প্রকাশ হতেই উপাচার্যের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন আশ্রমিক ও পড়ুয়ারা ৷

প্রসঙ্গত, এর আগেও বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আয়োজিত একাধিক সেমিনার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ যা নিয়ে আন্দোলনেও নেমেছে পড়ুয়ারা ৷ দিনকয়েক আগেই দেবী কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে । কৃষ্ণনগরের সাংসদকে গ্রেফতারের দাবিতে সরব হয় বিজেপি ৷ আর তার কয়েক দিন কাটতে না কাটতেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কালী নিয়ে আলোচনা সভার আয়োজন ৷ স্বাভাবিক ভাবেই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও খুঁজে পাচ্ছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details