পশ্চিমবঙ্গ

west bengal

Cattle Smuggling Case: অনুব্রতর জীবনী 'খেলা হবে' বইয়ের লেখককে জেরা সিবিআই-এর

By

Published : Oct 20, 2022, 5:56 PM IST

Updated : Oct 20, 2022, 8:14 PM IST

অনুব্রত মণ্ডলের জীবনী 'খেলা হবে' বইটি (Author of Anubrata Mondal biography Khela Hobe) লিখেছিলেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৷ স্বয়ং অনুব্রত ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই বইয়ের উন্মোচন করেছিলেন ৷ এ বার সেই বইয়ের লেখককে গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) জিজ্ঞাসাবাজ করল সিবিআই (CBI)৷

Cattle Smuggling Case CBI interrogates author of Anubrata Mondal biography 'Khela Hobe'
অনুব্রতর জীবনী 'খেলা হবে' বইয়ের প্রকাশ

বোলপুর, 20 অক্টোবর: অনুব্রত মণ্ডলের জীবনী 'খেলা হবে' বইটি (Author of Anubrata Mondal biography Khela Hobe) লিখেছেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৷ গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই । বৃহস্পতিবার বিকেলে শান্তিনিকেতনে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে ডেকে পাঠানো হয় । এছাড়াও তৃণমূল জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, তৃণমূল নেতা বাবু দাস ও ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷

বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জীবনী 'খেলা হবে' লিখেছিলেন সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সেই বই-এর উন্মোচন করেছিলেন স্বয়ং অনুব্রত মণ্ডল ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । এছাড়াও তিনি রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের আপ্ত সহায়কও । সেই কারণে গরু পাচার মামলায় তাঁর কোনও যোগ রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান করতে আজ শান্তিনিকেতনে রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে ডেকে পাঠানো হয় ৷

তৃণমূল নেতাদের জেরা সিবিআই-এর

আরও পড়ুন:গরুপাচার-কাণ্ডে এবার অনুব্রত কন্যাকে দিল্লি তলব ইডি'র

এছাড়া অনুব্রত মণ্ডলের অপর ঘনিষ্ঠ তথা দলের জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষকেও এ দিন তলব করে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তিনি বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষের স্বামী ৷ পাশাপাশি বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী তথা তৃণমূল নেতা বাবু দাসকেও আজ জিজ্ঞাসাবাদ করা হয় । এ ছাড়াও ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজকেও এ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷

Last Updated : Oct 20, 2022, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details