পশ্চিমবঙ্গ

west bengal

Anubrata Mondal on Asish Banerjee : আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত

By

Published : Mar 31, 2022, 4:22 PM IST

Updated : Mar 31, 2022, 5:28 PM IST

রামপুরহাটের ব্লক সভাপতি ছিলেন আনারুল হোসেন (TMC Leader Anarul Hossain), বগটুই গণহত্যা কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

anubrata mandal on party letter controversy
আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত

বোলপুর, 31 মার্চ : বগটুই গণহত্যাকাণ্ডে তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই অস্বস্তিতে রয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ৷ সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে প্রকাশ্যে আসা একটি চিঠি ৷ জানা গিয়েছে, আনারুলকে আগেই ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কিন্তু স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই আনারুলকে আর সরানো হয়নি ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল আনারুল হোসেনকে তাঁর পদ থেকে না সরানোর ৷ এই চিঠির সত্যতা স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal speaks on letter of Asish Banerjee) ৷

অনুব্রত মণ্ডলকে লেখা আশিস বন্দ্যোপাধ্যায়ের চিঠি

আরও পড়ুন : বগটুইয়ে ভাদু শেখ খুনে গ্রেফতার আরও তিন

এই চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "এটা ঠিক যে আশিসদা আমাকে অনুরোধ করেছিলেন আনারুলকে রাখার জন্য ৷ আশিস বন্দ্যোপাধ্যায় দলের সিনিয়র লোক, এলাকার বিধায়ক ৷ ওর কথাতেই আর আনারুলকে সরালাম না ৷ ভোটের ফল খারাপ হওয়ায় ও ওর বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায় ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম ৷ তবে সাংবাদিকরা এই চিঠি কীভাবে পেয়ে গেল আশ্চর্য হচ্ছি । আশিসদা অনুরোধ করেছিলেন ওকে পঞ্চায়েত ভোট পর্যন্ত পদে রেখে দেওয়ার ৷" এবিষয়ে প্রতিক্রিয়া নিতে ইটিভি ভারতের তরফে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি ৷

আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলেন, দাবি অনুব্রতর

উল্লেখ্য, বগটুই গণহত্যাকাণ্ডে নাম জড়িয়েছে আনারুল হোসেনের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে গ্রেফতারও করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে তৃণমূলের অন্দরে ৷ কিন্তু এদিন আশিস বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল যেভাবে দাবি করেছেন, "আশিসদার অনুরোধেই আমি আনারুলকে সরাইনি, এর দায়িত্ব আশিসদা নেবেন বলেছিলেন", তাতে তৃণমূলের অন্দরে অন্য সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Mar 31, 2022, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details