পশ্চিমবঙ্গ

west bengal

বিশ্বভারতীর উপাচার্যের কাছে অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 2:31 PM IST

Updated : Nov 30, 2023, 3:20 PM IST

Anupam Hazra appeals to Visva-Bharati VC: বিশ্বভারতীর উপাচার্যকে নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তি করার জন্য আর্জি জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷

Anupam Hazra appeals to Visva-Bharati VC
বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক অনুপম হাজরার

অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার

বোলপুর, 30 নভেম্বর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ মিটিয়ে নেওয়া আর্জি জানালেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । বৃহস্পতিবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করে এমনই আর্জি জানান তিনি । তিনি বলেন, "অমর্ত্য সেনকে হেনস্থা করা বিজেপির সিদ্ধান্ত ছিল না, বিদ্যুৎ চক্রবর্তীর নিজস্ব সিদ্ধান্ত ছিল ।" পাশাপাশি, ঐতিহ্যবাহী পৌষমেলা যাতে পুনরায় পূর্বপল্লীর মাঠেই করা যায়, সেই বিষয়েও উপাচার্যের সঙ্গে আলোচনা করেন বিজেপি নেতা অনুপম ৷

জমি বিতর্কে এ বার অধ্যাপক সেনের পাশে দাঁড়ালেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' বলে বেনজির আক্রমণ করেছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এমনকি, 'ভারতরত্ন' অধ্যাপক সেনের 'প্রতীচী' বাড়িতে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দিয়েছিল বিদ্যুৎ চক্রবর্তীর প্রশাসন ৷

প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমি ছেলে অমর্ত্যর । এই দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন নোবেলজয়ী । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ নয়, এমনই নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের ৷

আট নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর । নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক । এ দিন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি জাতীয় সম্পাদক অনুপম হাজরা । প্রায় 40 মিনিট উপাচার্যের সঙ্গে বৈঠক করেন তিনি ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম হাজরা বলেন, "তিন বছর ধরে বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । সবই জানেন আপনারা ৷ আবার যাতে আগের মতো মেলা করা যায়, সেই নিয়েই ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে আলোচনা হল ৷ আমারও সহযোগিতা চাইলেন উনি ৷ আমি মেলা করার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন তা কেন্দ্র থেকে করার চেষ্টা করব ।"

অনুপম আরও বলেন, "অমর্ত্য সেনের অল্প একটু জমি নিয়ে বিদ্যুৎ চক্রবর্তী যা করলেন, সেটা যাতে দ্রুত মিটিয়ে নেওয়া যায় সেই আর্জিও জানালাম ৷ কারণ অমর্ত্য সেন বিশ্বভারতীর প্রাক্তনী ৷ আমিও বিশ্বভারতীর প্রাক্তনী । তাই আমি আবেদন করলাম, যাতে জমির বিষয়টির নিষ্পত্তি হয় ৷ তাছাড়া, অমর্ত্য সেনকে হেনস্থা বিজেপির সিদ্ধান্ত ছিল না । বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হিসাবে মেয়াদ বৃদ্ধি করতে অতি বিজেপি সাজার জন্য অমর্ত্য সেনের জমি বিবাদের ইস্যুকে উচ্চপর্যায়ে নিয়ে গিয়েছিলেন ৷ আমি সেটাই দ্রুত সর্ট আউট করার আর্জি জানালাম ৷ ভারপ্রাপ্ত উপাচার্যও জানালেন, উনি এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন ।"

আরও পড়ুন:

  1. জন্মদিনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে ফুল-মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  2. অমর্ত্যর পাশে দাঁড়ানোয় ছাত্রকে সাসপেন্ড, বিশ্বভারতীর বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে চিঠি রাষ্ট্রপতিকে
  3. অমর্ত্যকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ সিউড়ি আদালতের
Last Updated : Nov 30, 2023, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details