পশ্চিমবঙ্গ

west bengal

joydev kenduli mela 2022 begins: হাতেগোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

By

Published : Jan 14, 2022, 10:17 AM IST

Updated : Jan 14, 2022, 6:17 PM IST

400 years old joydev kenduli mela 2022 begins
হাতে গোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

হাতেগোনা পুণ্যার্থী নিয়েই শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেবের মেলা (joydev kenduli mela 2022 begins)৷ মকরসংক্রান্তিতে পূণ্যস্নান সারছেন কয়েকজন (400 years old joydev kenduli mela)৷ বাউল-ফকিরের সংখ্য়াও নেই বললেই চলে ৷

জয়দেব, 14 জানুয়ারি: শুরু হল প্রায় 400 বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা (joydev kenduli mela 2022 begins) ৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির (Makar Sankranti 2022 news) দিনে অজয় নদের তীরে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা । তবে করোনার প্রকোপে একেবারের ভিড় নেই মেলায় ৷ মেলা এবার প্রায় বাউল-ফকির শূন্য বলা যায় ৷ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার লাইন নেই ৷ সব মিলিয়ে বেশ কিছুটা ম্লান জয়দেবের মেলা ।

1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের (Birbhum news) অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে আছে ৷ মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ । 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলির মেলা ৷

মেলায় সাধু-সন্তরা

2021 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল এই মেলা । তবে মকর সংক্রান্তির দিন অজয় নদে পুণ্যস্নান সেরেছিলেন পুণ্যার্থীরা । এই বছর মেলা না হওয়ারই কথা ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক ছাড়পত্র মেলায় এই বছর মেলার আয়োজন করা হয়েছে । বসেছে দোকান-পাট, গুটিকতক আখড়া ।

আরও পড়ুন:কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা

সকাল থেকেই চলছে পূণ্যস্নান । তবে একেবারেই ভিড় নেই মেলায় ও স্নানের ঘাটে ৷ প্রতি বছর লক্ষাধিক মানুষের ঢল নামে জয়দেব মেলায় ৷ তিল ধারণের জায়গা থাকে না ৷ করোনার প্রকোপে মেলার দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ৷ রাধা-বিনোদের মন্দিরে পুজোর দীর্ঘ লাইন দেখা যেত ৷ এবছর হাতে গোনা ভক্ত এক এক করে গিয়ে পুজো দিচ্ছেন ৷ সব মিলিয়ে ম্লান কবি জয়দেবের স্মৃতিবিজড়িত এই মেলা ৷

হাতে গোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

তবে মেলার নিরাপত্তা ব্যবস্থা যথারীতি আঁটোসাটো করা হয়েছে । প্রায় 2000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে । নজরদারির জন্য রয়েছে 70টি সিসিটিভি, 7টি ওয়াচ টাওয়ার ৷ ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি । ইভটিজিং, কেপমারি রুখতে সাদা পোশাকের পুলিশ রয়েছে মেলা প্রাঙ্গণে । এছাড়া, স্নানের ঘাটে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন রয়েছে, রয়েছে লাইফ বোট ৷

চলছে পূণ্যস্নান

মেলায় আগত পুণ্যার্থীদের মন খারাপ । তাঁরা বলছেন, "এমন মেলা আগে দেখিনি ৷ এবার একেবারেই ভিড় নেই ৷ অন্যান্য বার পা ফেলার জায়গা থাকে না ৷ এবার কিছুই নেই মেলায় ৷"

হাতেগোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

আরও পড়ুন:Joydev Kenduli Mela 2022 : গঙ্গাসাগরের পর শুরু হচ্ছে জয়দেবের মেলা, অনুমতি দিল প্রশাসন

বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "মেলায় লোকজন কম । তবে আমরা নিরাপত্তার দিকটা প্রতিবারের মতোই রেখেছি । সিসিটিভি, ড্রোন, ওয়াচ টাওয়ার আছে । পুলিশ নজরদারি চালাচ্ছে ।"

Last Updated :Jan 14, 2022, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details