পশ্চিমবঙ্গ

west bengal

Sudden Storm in Alipurduar : দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ারের একাংশ, প্রাণ গিয়েছে দু'জনের

By

Published : Apr 15, 2022, 7:51 AM IST

Thunderstorm in Alipurduar
ঝড়ে প্রাণ কাড়ল দুই মহিলার ()

মাত্র দশ মিনিটের কালবৈশাখী ৷ আর তাতে সব তছনছ করে দিল আলিপুরদুয়ার জেলার বহু জায়গা (Sudden Storm in Alipurduar) ৷ ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলার ৷ পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিমতি পুলিশ ফাঁড়ি ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ফাঁড়ির পুলিশ কর্মীরা ৷

আলিপুরদুয়ার, 15 এপ্রিল : দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । ঝড় প্রাণ কাড়ল দুই মহিলার । বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে আলিপুরদুয়ার জেলার কালচিনি, কুমারগ্রাম ব্লক ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে (Sudden Storm in Alipurduar) ।

কুমারগ্রামের ব্লকের এক চড়কের মেলা থেকে ফেরার সময় গাছ চাপা পড়ে মৃত্যু হয় কামাখ্যাগুড়ির সুনীতি দাস নামের এক মহিলার (woman killed by falling tree in Alipurduar during strom )। বয়স 32 বছর ৷ প্রাণে বেঁচে যায় তাঁর কোলে থাকা শিশুকন্যা । অন্যদিকে এই ঝড়ের কবলে পড়ে আলিপুরদুয়ারের বারোবিশার এক ভবঘুরে মহিলার মৃত্যু হয়েছে । সব মিলিয়ে ওই দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জেলার বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা । তুরতুরী বেলতলা এলাকায় ঝড়ের ফলে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে যায় । বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন বহু এলাকার মানুষজন ।

আরও পড়ুন :এবছর স্বাভাবিক বর্ষাই পাবে দেশ, আশার কথা শোনাল আবহাওয়া দফতর

ঝড়ে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত নিমতি পুলিশ ফাঁড়ি । পুলিশের গাড়ির উপর গাছ পড়ে যায়। ঝড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার নিমতি পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা । এছাড়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের শতাধিক গাছ ৷

ABOUT THE AUTHOR

...view details