পশ্চিমবঙ্গ

west bengal

Palanquin Ambulance Service : পালকিতে বউ নয়, রোগী যাচ্ছে হাসপাতালে

By

Published : Dec 9, 2021, 7:02 PM IST

Updated : Dec 9, 2021, 7:21 PM IST

অভিনব উদ্যোগ, দুর্গম এলাকার রোগীদের জন্য বক্সা পাহাড়ে হাজির পালকি আ্যম্বুলেন্স (palanquin ambulance service at buxa hills)

Palanquin Ambulance
পালকিতে বউ নয়, রোগী যাচ্ছে হাসপাতালে

আলিপুরদুয়ার, 9 ডিসেম্বর: দুর্গম বক্সা পাহাড় থেকে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের সমতলের হাসপাতালে আনতে চালু হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবা (Palanquin Ambulance Service)। এতদিন বক্সা পাহড়ের কেউ অসুস্থ হলে তাঁকে বাঁশের মাচায় ট্রেকিং করে সমতলে নামিয়ে আনতে হত ৷ এবার থেকে এই পালকিতে করে রোগীদের নিয়ে যাওয়া হবে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে ৷

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের প্রত‍্যন্ত দুর্গম বক্সা পাহাড় ৷ বৃহস্পতিবার এখানেই সূচনা হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবার (palanquin ambulance service started at buxa hills) ৷ এরফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট উপরে অবস্থিত বক্সা পাহাড়ের অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সহজ হবে ৷ জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও এক বেসরকারি সংস্থার যৌথ উদ‍্যোগে শুরু হয়েছে এই পরিষেবা ৷

দুর্গম এলাকার রোগীদের জন্য বক্সা পাহাড়ে হাজির পালকি আ্যম্বুলেন্স

আরও পড়ুন :Havildar Satpal Rai : বরাবরের ফার্স্ট-বয় সৎপালের নেশা ছিল বাগান পরিচর্যা ও সমাজসেবা

স্থানীয়রা প্রশাসনের এই উদ্য়োগে খুশি ৷ তাঁরা জানাচ্ছেন, জরুরি প্রয়োজনে গুরুতর অসুস্থ কোনও রোগী ও গর্ভবতী মহিলাদের পাহাড়ি পথ বেয়ে বাঁশের মাচায় করে নিচে নামিয়ে আনতে অনেক সমস্যা হত ৷ এভাবে আসতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ পালকি অ্যাম্বুলেন্সের ফলে সেই কষ্ট কমবে ৷ এবিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, "আমরা বক্সা পাহাড়ের মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য এই পালকি অ্যাম্বুলেন্স চালু করলাম। আমরা চাই সবাইকে স্বাস্থ্য পরিষেবা দিতে। বেসরকারি সংস্থা সঙ্গে মিলে এই পরিষেবা দেব আমরা।"

Last Updated : Dec 9, 2021, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details