পশ্চিমবঙ্গ

west bengal

আলিপুরদুয়ারে 1 কোটি 70 লাখ টাকার গাঁজা বাজেয়াপ্ত

By

Published : Jul 6, 2021, 11:17 AM IST

Excise Department seized 1200 kg cannabis worth rupees 1 crore 70 lakhs from alipurduar

1 কোটি 70 লাখ টাকার গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করল আলিপুরদুয়ার আবগারি দফতরের আধিকারিকরা ৷ 1200 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সোমবার রাতে দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় ৷

ডুয়ার্স, 6 জুলাই : আলিপুরদুয়ারে 1200 কেজি গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করল আলিপুরদুয়ার আবগারি দফতরের আধিকারিকরা ৷ বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজারমূল্য 1 কোটি 70 লাখ টাকা বলে আবগারি দফতরের তরফে জানানো হয়েছে ৷ সোমবার রাতে দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি লরিকে আটক করা হয় ৷ সেই লরিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে আধিকারিকরা ৷ ঘটনায় লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে ৷

আলিপুরদুয়ার আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় আলিপুরদুয়ার দিয়ে গাঁজা বড় একটি কনসাইনমেন্ট পাচার করা হবে ৷ খবর পেয়ে দফতরের সুপারিনটেন্ডেন্ট উরগেন শেওয়াংয়ের নেতৃত্বে একটি দল দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালায় ৷ সেখানে প্রতিটি গাড়িকে ভাল করে তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশি চলাকালীন লরিটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন আবগারি দফতরের আধিকারিকরা ৷ আর তল্লাশিতেই 1200 কেজির গাঁজা উদ্ধার হয় ৷ যার বাজারমূল্য 1 কোটি 70 লাখ টাকা বলে জানা গিয়েছে ৷

আলিপুরদুয়ারে 1 কোটি 70 লাখ টাকার 1200 কেজি গাঁজা বাজেয়াপ্ত করল আবগারি দফতর

আরও পড়ুন : ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন

কিন্তু, কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা ৷ পাশাপাশি কোথায় এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে ৷ ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে ৷ এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details