পশ্চিমবঙ্গ

west bengal

টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 5:22 PM IST

Updated : Dec 24, 2023, 7:20 PM IST

Union Sports Ministry: কুস্তি নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ ক্রীড়া মন্ত্রক অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ দিল ৷ তাতে বলে দেওয়া হয়েছে ভারতীয় অলিম্পিক ফেডারশনকে দেখতে হবে কুস্তির যাবতীয় বিষয়গুলি ৷

দ্রুত অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের
Union Sports Ministry

নয়াদিল্লি, 24 ডিসেম্বর:কুস্তি নিয়ে চলছে নাটকের পর নাটক ৷ একের পর এক নয়া সিদ্ধান্তে কুস্তি খবরের এখন শিরোনামে ৷ খানিক আগেই ভারতীয় সংস্থার নতুন কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ ফের নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ ক্রীড়া মন্ত্রক অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ দিল ৷ তাদেরকেই দেখতে হবে কুস্তির যাবতীয় বিষয়গুলি ৷ কেন্দ্রীয় সরকারের তরফে একটি প্যানেল গঠনের জন্য আইওএ-কে একটি চিঠি লেখা হয়েছে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে তা গঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কেন্দ্রের এক আধিকারিক তরুণ পারিকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, "ডব্লিউএফআই-এর প্রাক্তন পদাধিকারীদের প্রভাব ও নিয়ন্ত্রণের ফলে উদ্ভূত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, কুস্তি কমিটির শাসন ও অখণ্ডতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। এর জন্য ক্রীড়া সংস্থাগুলিতে সুশাসনের নীতিগুলিকে অক্ষুণ্ণ রাখার জন্য অবিলম্বে এবং কঠোর সংশোধনমূলক ব্যবস্থার প্রয়োজন ৷ এইভাবে, এখন এটি আইওএ-র পক্ষ থেকে কুস্তির বিষয়গুলি পরিচালনার জন্য অন্তর্বর্তী সময়ের জন্য উপযুক্ত ব্যবস্থা করা বাধ্যতামূলক ৷ যাতে রেসলিং খেলোয়াড়রা কোনওভাবেই সমস্য়ার সম্মুখীন না-হয় ৷"

উল্লেখ্য, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-20 জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে 'তাড়াহুড়ো করে ঘোষণা' করার পরে নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন ডব্লিউএফআই-কে সাসপেন্ড করেছে ৷ এছাড়াও, ব্রিজ ভূষণের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং নিয়োগের পরে কুস্তিগীররা ফের সরব হয়েছেন ৷ অলিম্পিক পদকজয়ী তাঁর 'সাধনা সম্মান' কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ৷ পাশাপাশি বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'পুরো কমিটি নাকি শুধু সঞ্জয় সিং...', সাসপেনশন নিয়ে স্পষ্ট কিছু জানেন না সাক্ষী
  2. 'সঞ্জয় সিং আমার আত্মীয় নন', ডব্লিউএফআইয়ের সাসপেনশনে সাফাই ব্রিজ ভূষণের
  3. ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক
Last Updated : Dec 24, 2023, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details