পশ্চিমবঙ্গ

west bengal

নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 10:31 AM IST

Updated : Dec 15, 2023, 11:07 AM IST

Messi World Cup shirts: নিউইয়র্কের নিলামে 7.8 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হল লিওনেল মেসির ছয়টি বিশ্বকাপ জার্সি ৷ ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় 64 কোটি টাকা ৷

Messi World Cup shirts
লিওনেল মেসি

নিউইয়র্ক, 15 ডিসেম্বর: আর্জেন্টিনার জয়ের অন্যতম কাণ্ডারী ফুটবল সুপারস্টার লিওনেল মেসি গত বছর বিশ্বকাপে যে ছয়টি জার্সি পরেছিলেন, তা 7.8 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে ৷ যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 64 কোটি টাকা ৷ নিলাম ঘর সদেবিজ এ কথা ঘোষণা করেছে ।

সদেবিজ জানিয়েছে, কাতারে 2022 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার প্রথমার্ধে প্রতিটি পরা শার্টের চূড়ান্ত মূল্যই এই বছরের স্পোর্টস স্মারক জিনিস নিলামের সর্বোচ্চ মূল্য হয়েছে ৷ বিশ্বকাপ ফাইনালে 3-3 গোলে ড্র করার পর পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা । দুটি গোল করে এই জয়ে বিরাট অবদান রাখেন সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম মেসি ৷

সদেবিজের আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রহম ওয়াচটার একটি বিবৃতিতে বলেছেন, "এই ঐতিহাসিক শার্টগুলি শুধুমাত্র খেলাধুলোর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির স্পষ্ট অনুস্মারক তা নয়, এগুলি মূলত ইতিহাসের সবচেয়ে সজ্জিত ফুটবলারের কেরিয়ারের শীর্ষ মুহূর্তের সঙ্গে যুক্ত ৷"

বৃহস্পতিবার শেষ হওয়া দুই সপ্তাহের অনলাইন নিলামের সময় সদেবিজের নিউইয়র্ক সদর দফতরে মেসির বিশ্বকাপ শার্টগুলি প্রদর্শন করা হয়েছিল । বিজয়ী দরদাতার কোনও তথ্য প্রকাশ করা হয়নি নিলাম ঘরের তরফে । সদেবিজ বলেছে যে, নিলামের আয়ের একটি অংশ বিরল রোগে আক্রান্ত শিশুদের সাহায্য করার জন্য লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় সান্ত জোয়ান ডি বার্সেলোনা চিলড্রেন হাসপাতালের নেতৃত্বে ইউনিক্যাস প্রকল্পে দান করা হবে ।

36 বছরের ফুটবল ঈশ্বর লিওনেল মেসি বর্তমানে এমএলএস-এ ইন্টার মিয়ামির হয়ে খেলেন ৷ তিনি বার্সেলোনায় 17 বছর কাটিয়েছেন । তিনি রেকর্ড আটবার জিতেছেন ব্যালন ডি'অর, যা বার্ষিক গেমের শীর্ষ খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় ৷

সদেবিজ আশা করেছিল যে, মেসির শার্ট স্পোর্টস স্মারকের নিলামে রেকর্ড তৈরি করতে পারে, কিন্তু তা ঘটেনি । স্পোর্টস স্মারকের মধ্যে একটি খেলায় পরা জার্সির রেকর্ড মূল্য পাওয়ার নজির রয়েছে মাইকেল জর্ডনের 1998 এনবিএ ফাইনাল জার্সির ৷ গত বছর নিউইয়র্কের সদেবিজে 10.1 মিলিয়ন মার্কিন ডলারে তা বিক্রি হয়েছিল । ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য হল প্রায় 84 কোটি টাকা ৷ (সংবাদসংস্থা এপি)

আরও পড়ুন:

  1. রিয়াদ সিজন কাপে খেলবে ইন্টার মিয়ামি, 1 ফেব্রুয়ারি মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ
  2. ম-এ মেসি, ম-এ ম্যাজিক! শ্রেষ্ঠত্বের সংজ্ঞা বদলে লিও'ই রাজা
  3. ‘মেসি ইজ ইনফিনিটি’, দিয়েগোর জন্মদিনে লিও’র ঝুলিতে অষ্টম ব্যালন ডি’অর
Last Updated :Dec 15, 2023, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details