পশ্চিমবঙ্গ

west bengal

Sania Takes Retirement: টেনিসকে বিবর্ণ বিদায় সানিয়ার, রেখে গেলেন রূপকথার আখ্যান

By

Published : Feb 21, 2023, 11:10 PM IST

Updated : Feb 22, 2023, 3:14 PM IST

কেরিয়ারের শেষ টুর্নামেন্ট দুবাই ওপেনে শুরুতেই বিদায় নিলেন সানিয়া মির্জা ৷ প্রথম রাউন্ডে হেরে বানপ্রস্থে গেলেন দেশের সর্বকালের সেরা মহিলা টেনিস প্লেয়ার (Sania Mirza bids adieu to professional tennis career) ৷

Etv Bharat
টেনিসকে বিবর্ণ বিদায় সানিয়ার

দুবাই, 21 ফেব্রুয়ারি: ফাইনালে প্রবেশ করেও গতমাসে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেতাব ক্যাবিনেটে আনতে পারেননি ৷ অস্ট্রেলিয়ান ওপেন শেষ গ্র্যান্ড স্ল্য়াম হলেও মঙ্গলবার কেরিয়ারের শেষ প্রতিযোগিতায় কোর্টে নেমেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza) ৷ জিতলে আরও কয়েকটা দিন, কয়েকঘণ্টা দীর্ঘায়িত হত কেরিয়ার ৷ কিন্তু না ৷ কেরিয়ারের শেষ টুর্নামেন্ট দুবাই ওপেনে শুরুতেই বিদায় নিলেন সানিয়া মির্জা ৷ শেষ হল দু'দশকের বর্ণময় কেরিয়ার ৷ বানপ্রস্থে গেলেন দেশের সর্বকালের সেরা মহিলা টেনিস প্লেয়ার (Sania Mirza bids adieu to professional tennis career) ৷

ব়্য়াকেট তুলে রাখলেন বটে, তবে রেখে গেলেন এক রূপকথার আখ্যান ৷ যা টেনিস কোর্টে আগামী প্রজন্মের সাফল্যের পাথেয় হতে পারে ৷ রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে রড লেভার এরিনায় রানার-আপ হয়ে শেষ করার পর এদিন কেরিয়ারের শেষ ম্যাচটা খানিক নিঃশব্দেই খেলে ফেললেন সানিয়া ৷

মার্কিনী ম্যাডিসন কি'র সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডে সানিয়া হারলেন স্ট্রেট সেটে ৷ মণিমামনিক্যে ভরা কেরিয়ারের শেষ ম্যাচ হয়তো দ্রুত ভুলতে চাইবেন প্রাক্তন বিশ্বের পয়লা নম্বর ৷ রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে সানিয়াদের বিরুদ্ধে ম্যাচের ফল 4-6, 0-6 ৷ সবমিলিয়ে 43 পেরিয়ে ডব্লিউটিও ডাবলস খেতাবের সংখ্যাটা 44 হল না হায়দরাবাদি কন্যার ৷

প্রো হিসেবে সানিয়ার পেশাদার টেনিসের শুরুটা হয়েছিল 2003-এ ৷ দীর্ঘ কেরিয়ারে জিতেছেন 6টি মেজর ৷ মেয়ের কেরিয়ারের বিদায়বেলায় আবেগঘন বাবা ইমরান মির্জা জানিয়েছেন, ক্লাবস্তর পর্যন্ত টেনিস আমিও খেলেছি ৷ তবে খুব খুঁটিয়ে খেলাটাকে অনুসরণ ৷ সেই অভিজ্ঞতা থেকেই অঙ্কুরে সানিয়াকে চিনেছিলেন বলে মত ইমরান মির্জার ৷ তবে সানিয়ার ব়্যাকেট হাতে তুলে নেওয়ার পর 30টা বছর কেটে গেল, এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর ৷

তবে টেনিস কোর্টকে বিদায় জানিয়ে কেরিয়ারের পরের অধ্যায়টা আকর্ষণীয় হতে চলেছে টেনিস সুন্দরীর জন্য ৷ কারণ এবার ক্রিকেট জগতে প্রবেশ করছেন ক্রিকেটার-ঘরনী সানিয়া ৷ ডব্লিউপিএলের প্রথম সংস্করণে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সানিয়া ৷

আরও পড়ুন:আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা

Last Updated :Feb 22, 2023, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details