পশ্চিমবঙ্গ

west bengal

Saina Nehwal-Kapil Dev: ‘আমার দ্বিতীয় বাবা’, কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট সাইনার

By

Published : Sep 24, 2022, 11:32 AM IST

Updated : Sep 24, 2022, 2:25 PM IST

সোশাল মিডিয়ায় কপিল দেবকে নিজের ‘দ্বিতীয় বাবা’ হিসাবে উল্লেখ করলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal Called Kapil Dev Her Second Father) ৷ দিল্লিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেখা হয় দুই তারকার ৷ সেখানেই কপিল দেবের সঙ্গে দেখা গিয়েছে সাইনাকে ৷

Saina Nehwal Called Kapil Dev Her Second Father
Saina Nehwal Called Kapil Dev Her Second Father

কলকাতা, 24 সেপ্টেম্বর:একজন বিশ্ব ব্যাডমিন্টনের প্রাক্তন এক নম্বর, অন্যজন ভারতীয় ক্রিকেটকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের দরবারে ৷ কথা হচ্ছে অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল এবং বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ৷ দুই ভিন্ন ক্ষেত্রের দু’টি মানুষকে নিয়ে কেন কথা হচ্ছে ? কারণ, সম্প্রতি কপিল দেবকে নিজের ‘দ্বিতীয় বাবা’ বলে সম্বোধন করেছেন সাইনা (Saina Nehwal Called Kapil Dev Her Second Father) ৷

শুক্রবার দিল্লিতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান প্রদান অনুষ্ঠানে কিপল দেব এবং সাইনা নেহওয়াল উপস্থিত ছিলেন ৷ সেখানেই মঞ্চে ওঠার আগে কপিল দেবকে জড়িয়ে ধরেন সাইনা ৷ মঞ্চে উঠে কপিল দেবকে নিজের বাবার মতো বলে সম্বোধন করেন তিনি ৷ সোশাল মিডিয়ায় ‘বাবা-মেয়ে’র স্নেহ ভরা মুহূর্তের ছবিও দিয়েছেন ব্যাডমিন্টন তারকা ৷ ক্যাপশনে লিখেছেন, ‘আমার দ্বিতীয় বাবা’ ৷ প্রসঙ্গত, সাইনা নেহওয়াল এবং তাঁর বাবার সম্পর্ক সোশাল মিডিয়ায় বহুল চর্চিত ৷ তিনি যে বাবা অন্তঃপ্রাণ তা বহুবার জানিয়েছেন ৷ আর সাফল্য থেকে ব্যর্থতা, সবসময় স্তম্ভের মতো মেয়ের সঙ্গে থেকেছেন হরবীর সিং নেহওয়াল ৷

আরও পড়ুন:সর্বসম্মতিতে হকি ইন্ডিয়ার সভাপতি হলেন দিলীপ তিরকে

সাইনার এই পোস্টে আপ্লুত সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়াররা ৷ বিভিন্ন রকম কমেন্ট সেখানে ফুটে উঠেছে ৷ কেউ লিখেছেন, ‘‘অসাধারণ ! এক ফ্রেমে দুই মহান খেলোয়াড় ৷’’ আবার কোনও পোস্টে লেখা, ‘‘কপিল দেবের সঙ্গে সাইনার একটি সুন্দর ছবি ৷ সত্যিকারের হিরো, আরেক আসল হিরোইনের সঙ্গে ৷’’ কেউ লিখেছেন, ‘‘সুন্দর ছবি ৷ কিংবদন্তি কপিল সঙ্গে শাটল কুইন ৷’’ কোনও পোস্টে লেখা, ‘‘জাদু কি ঝাপ্পি ৷’’

Last Updated : Sep 24, 2022, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details