পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup 2022: পেনাল্টি নষ্ট লেভানডস্কির, মেক্সিকোর বিরুদ্ধে ড্র পোল্যান্ডের

By

Published : Nov 23, 2022, 6:54 AM IST

Updated : Nov 23, 2022, 9:11 AM IST

Etv Bharat
Etv Bharat ()

মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচটি গোল শূন্য ড্র হওয়ার সঙ্গেই গ্রুপ সি-এর অঙ্কটা জমে গেল (Poland and Mexico match ended with a draw)। কারণ সৌদি আরব অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনার বিরুদ্ধে জিতে গ্রুপের পূর্বনির্ধারিত অঙ্কটা বদলে গিয়েছে। কার্যত 'গ্রুপ অফ ডেথ' হয়ে গেল গ্রুপ সি ।

দোহা, 23 নভেম্বর:চলতি কাতার বিশ্বকাপের প্রথম মঙ্গলবার ফুটবল বিশ্বের কাছে ব্যর্থতার দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল। দিনের শুরুতে লিও মেসির ব্যর্থতা, দিনের তিন নম্বর ম্যাচে বিশ্বের এক নম্বর গোল স্কোরারের পেনাল্টি থেকে গোল না করতে পারা ফুটবলের ভালো বিজ্ঞাপন নয় নিশ্চয় (Poland and Mexico match ended with a draw)।

মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচটি গোল শূন্য ড্র হওয়ার সঙ্গেই গ্রুপ সি-এর অঙ্কটা জমে গেল। কারণ সৌদি আরব অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনার বিরুদ্ধে জিতে গ্রুপের পূর্বনির্ধারিত অঙ্কটা বদলে গিয়েছে। কার্যত 'গ্রুপ অফ ডেথ' হয়ে গেল গ্রুপ সি। পোল্যান্ড এবং মেক্সিকোর ফুটবল যুদ্ধের পরিসংখ্যান সমান। আর্ন্তজাতিক দ্বৈরথে তিন বার দেখে হয়েছে পরস্পরের। 1978 সালের বিশ্বকাপে মেক্সিকোকে 3-1 গোলে হারিয়েছিল পোল্যান্ড। পরবর্তী সময়ে একটি আর্ন্তজাতিক প্রদর্শনী ম্যাচে জিতেছিল মেক্সিকো। কাতার বিশ্বকাপে তাই দুই দেশের লড়াইটা ছিল কার্যত 'চোখে চোখ রেখে'। কিন্তু ম্যাচ শেষ হল অমিমাংসিতভাবেই ।
আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

বিশেষজ্ঞরা বলেন, আর্ন্তজাতিক ফুটবলে ব্যক্তিগত নৈপুন্যে ম্যাচ বের করা ক্রমশই কঠিন হয়ে উঠছে এখন। এই ম্যাচেও দেখা গেল সেই ছবি। রবার্তো লেভানডস্কির স্কোরিং বুটে নির্ভর করে তিন পয়েন্টের শিকারে নেমেছিল পোল্যান্ড। দলের এক নম্বর স্ট্রাইকার ম্যাচের 54 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। মেক্সিকো গোলরক্ষক গুইলারমো ওচোয়াকে এড়িয়ে বল জালে পাঠাতে ব্যর্থ লেভানোদস্কি।
শুরু থেকেই দেখা যাচ্ছে বিশ্বকাপে প্রতিটি দলই রক্ষণ পোক্ত করে মাঠে নামছে। লেভানডস্কিকে সামনে রেখে 1-4-1-4 ছকে দল সাজিয়েছিল পোল্যান্ড। অন্যদিকে মেক্সিকো মাঠে নেমেছিল 4-3-3 ছকে । বিশ্ব ক্রমপর্যায়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে কখনই গুটিয়ে থাকেনি রেড ইন্ডিয়ানদের দেশ। বরং শতকরা হিসেবে বলের দখল বেশি রেখে ম্যাচের রাশ নিজেথের পায়ে রাখে। কিন্তু হেক্টর মার্টিন বা ভেগা গোলমুখ খুলতে ব্যর্থ হলেন। একই কথা বলতে হয় পোল্যান্ড সম্পর্কেও। একদিকে গোলের মুখ খুলতে না পারা তার উপর যদি পেনাল্টি নষ্ট হয় তাহলে তো তিন পয়েন্ট পাওয়া কঠিন। এবং সেটাই হল শেষমেশ।

Last Updated :Nov 23, 2022, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details